শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের উদ্বেগ নেই

——— সিরাজুল ইসলাম চৌধুরী

বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের উদ্বেগ নেই

বিশিষ্ট শিক্ষাবিদ, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানের সমস্যা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হচ্ছে। এ ছাড়া উদ্বেগের বিষয় হচ্ছে, যারা এসব প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের উদ্বেগ নেই শিক্ষার মান নিয়ে। তারা চিন্তা করেন কত ছাত্র ভর্তি হচ্ছে আর কত টাকা আয় হচ্ছে এসব বিষয় নিয়ে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বাণিজ্য করে যাচ্ছে। ইউজিসি মাঝেমধ্যেই এসবের বিরুদ্ধে অবস্থান নেয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বাণিজ্য নিয়ন্ত্রণ করার কথা ইউজিসির। এ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ইউজিসিকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তর করতে চাচ্ছে। আইনি সক্ষমতা না থাকায় অনেক ক্ষেত্রেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম নিয়ে ব্যবস্থা নিতে পারেন না ইউজিসির কর্তাব্যক্তিরা। এজন্য ইউজিসিকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তর করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই অধ্যাপক বলেন, শিক্ষার মান নিয়ে সংকট রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেই আমরা এর নমুনা পাই। বেশির ভাগ শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে হলে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকের শিক্ষায় নজর দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর