শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রডে বেঁধে শিশুকে নির্মম নির্যাতন

বাগেরহাট প্রতিনিধি

রডে বেঁধে শিশুকে  নির্মম নির্যাতন

চুরির অভিযোগে সাত বছরের এক শিশুকে লোহার রডের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে মংলায়। দিনমজুর শামীমের সাত বছরের ছেলে শাকিল গতকাল দুপুরে ট্রেডার্স মসজিদের সামনের রাস্তায় দুটি লোহার রড কুড়ায়। রড দুটি মংলা শহরের মেসার্স রফিকুল ইসলাম আয়রন স্টোরের সামনে একটি ভাঙ্গারির দোকানে বিক্রি করতে যায় শাকিল। এ সময় ভাঙ্গারি ব্যবসায়ী আবুল হোসেন (৫০) ও কর্মচারী শুক্কুর (৪৮) চুরির অভিযোগে শাকিলকে লোহার রডের সঙ্গে বেঁধে ফেলে। শুরু হয় নির্মম নির্যাতন। যা দেখে আশপাশের লোকজন শিশুটিকে বাঁচাতে ছুটে গেলেও মন গলেনি আবুল ও শুক্কুরের। এক পর্যায়ে শাকিলকে হাত বেঁধে রোদে বসিয়ে রাখা হয়। পরে খবর পেয়ে মংলা থানা-পুলিশ শাকিলকে উদ্ধার করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্কুরকে আটক করে। পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুরে পরিবারে কাছে পৌঁছে দেয়। বিকালে এ ঘটনায় শিশু নির্যাতনের অভিযোগে একটি মামলা হয়েছে। মংলা থানার টিএসআই উত্তম চ্যাটার্জি বলেন, ‘দুপুর ১২টার দিকে মোবাইল ফোনে খবর পেয়ে মেসার্স রফিকুল আয়রন স্টোরের সামনে আসি। এ সময় দেখি চুরির অভিযোগে অমানবিকভাবে শাকিলকে হাত বেঁধে রোদে বসিয়ে রেখেছেন ভাঙ্গারি ব্যবসায়ী আবুল হোসেন ও তার কর্মচারী শুক্কুর।

প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, রড চুরির অভিযোগে দুপুর ১২টার দিকে শিশুটিকে বেঁধে পায়ের উপর রড দিয়ে তপ্ত রোদে বসিয়ে রাখা হয়। এ বিষয়ে নির্যাতনের শিকার শাকিল বলে, ‘আমি দুটি ছোট রড রাস্তায় কুড়িয়ে পেয়েছি। যখন বিক্রি করতে তাদের কাছে যাই তারা আমাকে টাকা না দিয়ে চুরি করেছি বলে মারপিট করে। মংলা থানার ওসি লুত্ফর রহমান বলেন, শিশু নির্যাতনের ঘটনায় থানায় শিশুটির পিতা দুজনকে আসামি করে মামলা করেছেন।

সর্বশেষ খবর