শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মহালয়ায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

নিজস্ব প্রতিবেদক

মহালয়ায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

পুরোহিতের কণ্ঠে চণ্ডীপাঠ, আবহ সংগীত, ধর্মীয় আলোচনা সভা এবং ভক্তিমূলক গান ও মহালয়ার মাধ্যমে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠা?নিকতা শুরু হ?য়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। এর মাধ্যমে শুরু হলো দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমণের ক্ষণগণনা।

গতকাল ভোর থেকে শুরু হওয়া এ পূজার আনুষ্ঠানিকতা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। ভোরে  ঢাকেশ্বরী মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামণ্ডপে চণ্ডীপাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়। একইভা?বে রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, মিরপুর কেন্দ্রীয় মন্দির এবং সিদ্ধেশ্বরী পূজামণ্ডপসহ রাজধানীর অন্য মন্দির ও পূজামণ্ডপে আয়োজন করা হয়েছে মহালয়ার। ভোর থেকেই মন্দিরে মন্দিরে শোনা যায় চণ্ডীপাঠের সুর ও শঙ্খের আওয়াজ। ভক্তরা প্রার্থনা করে দুর্গাকে আহ্বান করছেন। মহানগর সার্বজনীন পূজা উদযাপন ক?মি?টির সাবেক সাধারণ সম্পাদক নারায়ণ সাহা জানান, চণ্ডীপাঠ, আবহ সংগীত, ধর্মীয় আলোচনা সভা ও ভক্তিমূলক গানের মধ্যদি?য়ে মহালয়া উদযাপিত হয়েছে। এবার সারা দেশে প্রায় ২৯ হাজার ৩৮৫ পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ খবর