শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রামপালবিরোধী কর্মসূচিতে পুলিশ ছাত্রলীগের বাধা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণের বিরুদ্ধে ‘বাঁচাও সুন্দরবন’ নামে ফেসবুকের একটি গ্রুপের সাইকেল র‌্যালিতে বাধা দিয়েছে ছাত্রলীগ ও পুলিশ। গতকাল দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। সাইকেল র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করার কথা ছিল। কিন্তু শহীদ মিনারে সকাল  থেকে তাদের ঘিরে রাখে কতিপয় যুবক। আন্দোলনকারীরা তাদের ছাত্রলীগের নেতা-কর্মী বলে দাবি করেন। তবে রামপালের পক্ষে অবস্থান নেওয়া ওই যুবকরা নিজেদের সাধারণ ছাত্র বলে দাবি করে। অবরুদ্ধ অবস্থা থেকে আন্দোলনকারী কয়েকজন যুবক দুপুর  পৌনে ১টার দিকে প্রেসক্লাবে যাওয়ার পথে দোয়েল চত্বর এলাকায় পুলিশ জলকামান নিয়ে তাদের ওপর চড়াও হয়। এতে আন্দোলনকারীদের কয়েকজন আহত হন বলে জানা গেছে। সাইকেল মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের অবরুদ্ধ করে কথিত ছাত্রলীগ নেতা-কর্মীরা শহীদ মিনারে একটি মানববন্ধন করেছে। তাদের মানববন্ধনের ব্যানারে লেখা ছিল, ‘আমরা রামপাল বিদ্যুেকন্দ্র চাই।’ সাইকেল র‌্যালিতে অংশ নেয় শিশুসহ প্রায় দেড়শ তরুণ-তরুণী। এদিকে, র‌্যালির প্রতি সমর্থন জানাতে শহীদ মিনারে উপস্থিত হন  তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও শিল্পী কফিল আহমেদ। অধ্যাপক আনু মুহাম্মদ রামপালের পক্ষে অবস্থান নেওয়া যুবকদের তাদের যুক্তি তুলে ধরতে বললে তারা তাতে সাড়া দেননি। আনু মুহাম্মদ বলেন, তরুণদের কর্মসূচিতে বাধা দেওয়ার কারণে সরকারের নৈতিক পরাজয় হয়েছে।

সর্বশেষ খবর