Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১ অক্টোবর, ২০১৬ ২৩:২৯
কাউন্সিলে চট্টগ্রাম আওয়ামী লীগে আসছে চমক
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
কাউন্সিলে চট্টগ্রাম আওয়ামী লীগে আসছে চমক

আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে সারা দেশে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ আমেজে থেমে নেই চট্টগ্রামের নেতারাও। এবার কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রামের জন্য নতুন চমকের পাশাপাশি আলোচনায় আছেন সাবেক ছাত্রনেতাদের নামও। এসব বিষয়ে চট্টগ্রামসহ ঢাকার শীর্ষ নেতাদের কাছে অনেকের জোর লবিং তদবিরও থেমে নেই। এতে আগের তুলনায় নতুন করে সৃষ্টি হতে পারে চট্টগ্রামের জন্য প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও উপ-কমিটির সদস্যের সংখ্যাও। একই সঙ্গে সারা দেশ থেকে আসতে পারে অপেক্ষাকৃত তরুণ মুখ। নব্বইর দশকে মাঠ কাঁপানো ছাত্রলীগ নেতাদের বর্তমান মূলধারার আওয়ামী লীগে পদ-পদবি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। খবর সংশ্লিষ্ট সূত্রের

ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নসহ অনেক কিছুই নিজের হাতেই তুলে নিয়েছেন বলে ঘোষণাও দিয়েছিলেন। সেই হিসেবে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ বিভিন্নভাবে সরকারি ও বেসরকারি উন্নয়নমুখী প্রকল্পের কাজ করে যাচ্ছেন। এসব বিষয় বিবেচনা করেই দলীয়ভাবেও সেই চমক দিতে পারেন বলে জানান চট্টগ্রামের আওয়ামী লীগের দলীয় নেতাসহ সংশ্লিষ্টরা। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো সংশোধন করে আরও বড় করা হচ্ছে। এতে ঢাকাসহ সারা দেশের শীর্ষ পর্যায়ের নেতাদেরও কেন্দ্রীয় বিভিন্ন কমিটি ও উপ-কমিটিতে থাকার সুযোগ সৃষ্টি হচ্ছে। এসব আলোচনায় যাদের নাম শোনা যাচ্ছে এমন নেতাদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, পরিবেশ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাসান মাহমুদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম আমিন, সাবেক ছাত্রনেতা শাহজাদা মহিউদ্দিন, মাঈনুদ্দিন হাসান, সীমান্ত তালুকদার, মাহফুজুল হায়দার রোটনসহ অনেকেই। কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম নেতা আমিনুল ইসলাম আমিন বলেন, চট্টগ্রামের জন্য নতুন কোনো চমক আসবে কিনা তা নির্ভর করছে সভানেত্রীর ওপরই। নেত্রী দলীয় আনুগত্য ও সাংগঠনিক দক্ষতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

এই পাতার আরো খবর
up-arrow