রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
এসএসসি-এইচএসসি

সৃজনশীল প্রশ্ন কমানোর দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নতুন নম্বর বিন্যাসের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সাতটি সৃজনশীল প্রশ্নের পরিবর্তে আগের মতো ছয়টি সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে তারা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি প্রবর্তিত নতুন নম্বর বিন্যাসে একটি সৃজনশীল প্রশ্ন বাড়িয়ে সাতটি করা হয়েছে।

গতকাল সকালে ‘সাধারণ ছাত্র সমাজ’ ব্যানারে রাজধানীর শাহবাগে সমবেত হয়ে পরে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করল শিক্ষার্থীরা। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টা থেকে শুরু করে প্রায় ২টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেয়। বিকাল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে গতকালের কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা। ভিকারুন নিসা, নটর ডেম, হলিক্রস, উইলস লিটল ফ্লাওয়ার, সরকারি নজরুল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। শিক্ষার্থীরা জানায়, নতুন নম্বর বিন্যাসের নিয়ম বাতিলের জন্য ২৬ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। এদিকে, সৃজনশীল প্রশ্ন একটি কমানোর দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ করেছে ছাত্রছাত্রীরা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

সর্বশেষ খবর