রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সেতু ভেঙে গাড়ি ধলেশ্বরীতে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস ধলেশ্বরী নদীতে তলিয়ে গেছে। এ ঘটনায় জালাল উদ্দিন রাজন (১৯) নামের একজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত গভীর রাত ২টার দিকে ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী মাইক্রোবাসটি মুক্তারপুর সেতুর টোল প্লাজায় টোল দেওয়ার পর চালককে নামিয়ে দিয়ে গাড়িটি চালান মালিক নিজেই। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে গাড়িটি ধলেশ্বরীর গভীর পানিতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির মালিক  জালাল উদ্দিন রাজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রাতেই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে ভোররাত ৪টার দিকে সাময়িক বিরতি দিয়ে গতকাল সকাল ৮টায় ফের উদ্ধারকাজ শুরু করে। সকাল ৯টার দিকে গাড়িটি শনাক্ত করে মাঝনদীতে সেতুর খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। নিখোঁজ রাজনের স্বজনরা দুর্ঘটনাস্থলে ভিড় করেছেন। ইতিমধ্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আসাদ। গাড়িতে কোনো লাশ না থাকায় আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। তিনি জানান, যতক্ষণ নিখোঁজ ব্যক্তিকে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত উদ্ধারকাজ চলবে। অন্যদিকে স্বজনরা দুর্ঘটনাস্থলে এসে নিজস্ব ট্রলার নিয়ে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে ফিরছেন। ধলেশ্বরী পাড়ে ভিড় জমিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ খবর