রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

শাহজালালে ৯ মণ কসমেটিকসসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান থেকে আসা ছয় যাত্রীর কাছ থেকে ৯ মণ অবৈধ কসমেটিকস জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তারা হলেন- শাহীন আলম, শেখ খুরশিদ আলম, ডালিম হোসাইন, বাবুল, মোশাররফ বেপারী ও মিনার। গতকাল সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কসমেটিক্সসহ তাদের আটক করা হয়। কাস্টমস গোয়েন্দা বলছে, যাত্রীরা সবাই বাংলাদেশি নাগরিক। জব্দকৃত কসমেটিক্সের মূল্য প্রায় ২৫ লাখ টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সকালে যাত্রীরা করাচি হয়ে কলম্বো থেকে মিহিন লঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এমজে-৫০১) ঢাকায় আসেন। বিমানবন্দরে নামার পর তাদের উপর নজরদারি রাখা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ছয় যাত্রীকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ২৩টি ব্যাগে অবৈধ কসমেটিক্স শনাক্ত করা হয়। ব্যাগগুলো খুলে প্রায় ৯ মণ কসমেটিক্স (৩৭০ কেজি) পাওয়া যায়। কসমেটিক্সগুলো পাকিস্তানের গোরি এবং চাঁদনি ব্র্যান্ডের। এসব কসমেটিক্স স্কিন কেয়ার ও বিউটিফিকেশনের কাজে ব্যবহার করা হয়। কিন্তু এগুলো মানসম্মত না হওয়ায় ব্যবহারকারীর ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি। আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-করাচি রুটে যাতায়াত করেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সর্বশেষ খবর