সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পের কর ফাঁকি নিয়ে বিতর্ক

প্রতিদিন ডেস্ক

ট্রাম্পের কর ফাঁকি নিয়ে বিতর্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৮ বছর ধরে কর ফাঁকি দিচ্ছেন। ১৯৯৫ সালের আয়কর বিবরণীতে তার ব্যবসায় ৯১ কোটি ৬০ লাখ ডলারের ক্ষতি দেখিয়ে কেন্দ্রীয় সরকারকে কোনো আয়কর দেননি। ‘দ্য নিউইয়র্ক টাইমস’ শনিবার এ খবর প্রকাশ করেছে। পত্রিকাটি সম্প্রতি ট্রাম্পের ওই আয়কর বিবরণী হাতে পেয়ে এটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ক্ষতির পরিমাণ এত বেশি দেখিয়েছিলেন যে, এতে করে তিনি কর এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন। ট্রাম্পের প্রচার শিবির টাইমস-এর এ প্রতিবেদনের জবাবে এক বিবৃতিতে বলেছে, পত্রিকাটি অবৈধভাবে কর সংক্রান্ত কাগজপত্র হাতিয়েছে। তাছাড়া, পত্রিকাটি ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনের পক্ষে কাজ করছে। ট্রাম্পের শিবির বরাবরই তার আয়কর বিবরণী প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং ট্রাম্পের ব্যবসায়ে ক্ষতির পরিমাণটি তারা নিশ্চিত করে বলেনি, আবার অস্বীকারও করেনি। আয়কর বিবরণী প্রকাশ না করে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়ে কমপক্ষে ৪০ বছরের প্রথা ভেঙেছেন ট্রাম্প। সব প্রেসিডেন্ট প্রার্থীই তাদের আয়কর বিবরণী প্রকাশ করেছেন। স্বচ্ছতার রীতি বজায় রাখার জন্যই তা করা হয়। কিন্তু  ট্রাম্প সেই রীতির বাইরে যাওয়ায় করের বিষয়টিতে গোপন কোনো কিছু থাকা নিয়ে আগে থেকেই প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি।

প্লে বয়-এর ভিডিওতে ট্রাম্প! : বিতর্ক যেন পিছু ছাড়ছে না আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। গত শুক্রবার টুইটারে সাবেক ‘মিস ইউনিভার্স’ অ্যালিসিয়াকে ‘?বিরক্তিকর’ এবং ‘প্রতারক’ বলে উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে অ্যালিসিয়ার নাকি সেক্স টেপ ফাঁস হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার এই টুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে নিয়ে বিতর্কের ঝড় ওঠে। সেই রেশ কাটতে না কাটতে এবার ‘প্লে বয়’-এর ভিডিওতে সুন্দরী নারীদের সঙ্গে ট্রাম্পের শ্যাম্পেন ওড়ানোর দৃশ্য ফাঁস হয়েছে। ‘বাজফিড’ নামে একটি ওয়েবসাইটে এটি ফাঁস করা হয়েছে। ২০০০ সালে প্রকাশিত ভিডিওটির একটি ছোট অংশে দেখা গেছে, ‘প্লে বয়’ লোগো যুক্ত একটি গাড়ি থেকে নেমে নিউইয়র্ক স্ট্রিটে শ্যাম্পেনের বোতল খুলছেন ট্রাম্প। ভিডিওটি সামনে আসার পর থেকেই নানা মহলে ট্রাম্পকে নিয়ে শুরু হয়েছে ফের আলোচনা। এ ঘটনার পরেই ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের মুখপাত্র নিক মেরিল বলেন, ‘সেক্স টেপ নিয়ে অনেকেই কথা তুলেছেন। এবার যে ভিডিওটি সামনে এসেছে তাতে কিন্তু মুখ্য ভূমিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।’ বিবিসি।

সর্বশেষ খবর