সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দীপন হত্যায় জঙ্গি সবুরের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জঙ্গি আবদুস সবুর। গতকাল ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব এই আসামির জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠান। এর আগে এই মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুল কবির এই আসামিকে আদালতে হাজির করে তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, দীপন হত্যা মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান এই আসামি। আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিনকে হত্যার অন্যতম ‘পরিকল্পনাকারী’ মো. আবদুস সবুর নামে আনসারুল্লাহ বাংলা টিমের এই সদস্যকে ৩ সেপ্টেম্বর টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর ডিবি। তখন পুলিশ জানায়, তিনি কেবল প্রকাশক দীপন হত্যায় নন, প্রকাশক আহমেদুর রশীদ টুটুল (শুদ্ধস্বরের স্বত্বাধিকারী) হত্যাচেষ্টারও অন্যতম পরিকল্পনাকারী। এর আগে তার ছবি প্রকাশ করে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সবুরের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি যাত্রাবাড়ীর ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র ছিলেন। গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর অফিসে ফয়সল আরেফিনকে কুপিয়ে হত্যা করা হয়। একই দিন শুদ্ধস্বরের আহমেদুর রশীদসহ তিনজনের ওপর হামলা চালায় জঙ্গিরা।

সর্বশেষ খবর