Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ অক্টোবর, ২০১৬ ২৩:১৩
নিষিদ্ধ হিযবুতের তিন ভাইবোনের আত্মসমর্পণ
নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে নিষিদ্ধ হিযবুত তাহ্রীরের জঙ্গি নেতা (মোশরেফ) তানজিব আহমেদ ভাইবোনসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসতেই তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে তানজিব সাংবাদিকদের জানিয়েছেন।

গতকাল দুপুর দেড়টার দিকে যশোরের পুলিশ সুপারের কনফারেন্স রুমে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এম মনির উজ জামান সাংবাদিকদের ব্রিফকালে এ তথ্য দেন। আত্মসমর্পণ করা তিনজন হলেন যশোর শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার আবদুল আজিজের ছেলে তানজিব আহমেদ আশরাফুল, তার ভাই তানজির আহমেদ ও বোন মাছুমা আক্তার। ডিআইজি এম মনির উজ জামান বলেন, তানজিবের অনুরোধে কেবল তাকেই সাংবাদিকদের ব্রিফিংয়ে উপস্থিত করা হয়েছে। তার অনুরোধ ছিল, ভাই ও বোনকে যেন প্রেসের সামনে না নেওয়া হয়। সে কারণে সাংবাদিকদের প্রশ্নের জবাব তানজিব একাই দেন। তানজিব জানান, তিনি ২০১৫ সালে যশোর সরকারি সিটি কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগে পড়ার সময় শহরের ধর্মতলা এলাকার একটি চায়ের দোকানে আড্ডা দিতে যেতেন। সেখানেই পরিচয় হয় হিযবুত তাহ্রীরের নেতা সজলের সঙ্গে। সজল তাকে ধর্মীয় নানা ধরনের বই ও লিফলেট পড়তে দিতেন। এরপর আস্তে আস্তে ওই সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। বিষয়টি তিনি অন্য ভাইবোনের সঙ্গে শেয়ার করেন এবং তারাও এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন। তানজিব বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি মিডিয়ায় প্রচারের পর আমি ও আমার ভাইবোনরা ভুল বুঝতে পারি। সে কারণে অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণের সিদ্ধান্ত নিই। ডিআইজি বলেন, কিছু হঠকারী চিন্তার মানুষের কারণে আমাদের তরুণরা বিপথে গিয়েছিল। এখন ভুল বুঝতে পেরে নিজেদের সংশোধন করতে কয়েক দফায় তারা আত্মসমর্পণ করছে। পুলিশ তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আইনগত সহায়তাসহ তাদের যদি কাউন্সিলিংয়ের প্রয়োজন হয় তবে সে ব্যবস্থাও করা হবে। প্রেস ব্রিফিংকালে অন্যদের মধ্যে এডিশনাল ডিআইজি ইকরামুল হাবিব, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। গত ৬ সেপ্টেম্বর যশোর পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজন জঙ্গি হিসেবে ১১ জনের ছবি ও নাম উল্লেখ করে একটি পোস্টার বের করা হয়। গতকাল আত্মসমর্পণ করা তিন ভাই-বোনের নামও ওই পোস্টারে ছিল। এর আগে ১১ আগস্ট ও ২১ আগস্ট দুই দফায় হিযবুত তাহ্রীরের আরও চার সদস্য যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

এই পাতার আরো খবর
up-arrow