বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

জীবিত নবজাতকের ডেথ সার্টিফিকেট!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরের প্রথম শ্রেণির ‘অভিজাত’ বেসরকারি হাসপাতাল সিএসসিআর। এই সেবাকেন্দ্রেই চিকিৎসক দম্পতির নবজাতককে মৃত ঘোষণা দিয়ে ‘ডেথ সার্টিফিকেট’ দেন। গতকাল অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে। নবজাতকের মাতাপিতা দুজনই সরকারি চিকিৎসক। পিতা ডা. নুরুল  আজম কক্সবাজার জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার এবং মা ডা. রিদওয়ানা কাউসার তুষার বান্দরবান জেলার আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন।

সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালক ডা. জামাল আহমেদ বলেন, বিষয়টি অবশ্যই দুঃখজনক। এ ব্যাপারে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিকে আজ বুধবার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১টায় জন্মের পর শিশুটিকে হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ বলেছিলেন, ‘বাচ্চা শ্বাস নিচ্ছে। তাকে দ্রুত এনআইসিইউতে (নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হোক’। চিকিৎসকের নির্দেশে এনআইসিইউতে নেওয়ার দুই ঘণ্টা পর নবজাতকের মৃত্যু সনদ দিয়ে একটি প্যাকেটে ভরে বাচ্চাকে ৬১২ নম্বর ক্যাবিনে দিয়ে যায়। কিন্তু কর্তৃপক্ষের কথায় আস্থা আনতে না পেরে চিকিৎসক মা নিজেই প্যাকেট খুলে বাচ্চার মুখ দেখতেই হতবাক। নবজাতকের মা ডা. রিদওয়ানা কাউসার তুষার বলেন, আমি দেখলাম— বাচ্চা নড়াচড়া করছে। বিষয়টি তাত্ক্ষণিক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদের বললেও তারা গুরুত্ব দেয়নি। বললেন, বাচ্চা নয়, গায়ের মাংস নড়াচড়া করছে। এই অবস্থায় আমি নিজেই বাচ্চাকে নিয়ে গেলাম চাইল্ড কেয়ার হাসপাতালে। হাসপাতালের ওয়ার্মারে দেওয়ার পর শরীর স্বাভাবিক হলো। কিন্তু সেখানে বেড খালি না থাকায় আরেকটি হাসপাতালে বাচ্চাকে ভর্তি করি। আল্লাহর মেহেরবানিতে বাচ্চা এখনো জীবিত। তবে হাসপাতালের মেডিকেল অফিসার তানভির জাফর দাবি করে বলেন, তারা নবজাতকটিকে মৃত ঘোষণা করেনি। হাসপাতালে ওয়ার্মার খালি না থাকায় আমরা আগেই বলেছিলাম পাশের হাসপাতালে নিয়ে যেতে।

সর্বশেষ খবর