বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

‘ক্ষুদ্রতম’ যন্ত্র আবিষ্কার করে রসায়নে নোবেল

প্রতিদিন ডেস্ক

‘ক্ষুদ্রতম’ যন্ত্র আবিষ্কার করে রসায়নে নোবেল

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মেশিন বা মলিকিউলার মেশিন বা ন্যানো মেশিন উদ্ভাবন গবেষণার স্বীকৃতি হিসেবে তিন বিজ্ঞানী এবার রসায়নে নোবেল জিতে নিয়েছেন। সুইডেনের স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস গতকাল এ ঘোষণা দিয়েছে। নোবেল জয়ী এ তিন রসায়নবিদ হলেন জাঁ পিয়েরে সভেজ, স্যার ফ্রেশার স্টডডার্ট ও বার্নার্ড ফেরিঙ্গা। এ তিনজনের  মধ্যে স্যার ফ্রেশার স্টডডার্ট স্কটল্যান্ডের, জাঁ পিয়েরে সভেজ ফ্রান্সের ও বার্নার্ড ফেরিঙ্গা নেদারল্যান্ডসের নাগরিক। তাদের বিশ্বের ক্ষুদ্রতম যন্ত্রের উদ্ভাবক হিসেবে বর্ণনা করে নোবেল কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের গবেষণা রসায়নশাস্ত্রকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। এ আণবিক যন্ত্র নিয়ন্ত্রণযোগ্য, ন্যানোমিটার আকৃতির কাঠামো যা রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তি ও গতিতে রূপ দিতে পারে। তারা যে মেশিন তৈরিতে কাজ করেছেন তা মানুষের চুলের হাজার ভাগের এক ভাগ আকারের। এই আকারের মেশিন দিয়ে শরীরের ভিতরে নির্দিষ্ট জায়গায় ওষুধ দেওয়া সম্ভব হবে। উদাহরণ হিসেবে বলা যায়, এর সাহায্যে সরাসরি ক্যান্সার আক্রান্ত কোষে ওষুধ প্রয়োগ করা যাবে। পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটির অলফ রামস্ট্রম বলেন, ‘আণবিক স্তরে গতি নিয়ন্ত্রণ করতে পেরেছেন এই তিন বিজ্ঞানী।’ সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। আগামীকাল শান্তি ও সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আর সাহিত্য পুরস্কার কবে ঘোষণা করা হবে, সে তারিখ পরে জানানো হবে বলে নোবেল পুরস্কারের ওয়েবসাইটে জানানো হয়েছে। জাঁ পিয়েরে সভেজ ১৯৪৪ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে স্ট্রসবুর্গ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। স্যার ফ্রেশার স্টডডার্ট ১৯৪২ সালে যুক্তরাজ্যের এডিনবার্গে জন্ম নেন। তিনি এখন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে যুক্ত রয়েছেন। আর নেদারল্যান্ডসের বার্নার্ড এল ফেরিঙ্গার জন্ম ১৯৫১ সালে। দেশটির গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন তিনি।

সর্বশেষ খবর