বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

চালকের কানে ফোন, বাস খাদে

সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

প্রতিদিন ডেস্ক

দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় ৬ জন, টাঙ্গাইলে ৪ জন, সুনামগঞ্জে ৩ জন, সিরাজগঞ্জে ১ জন ও সিদ্ধিরগঞ্জে ১ জন। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সুনামগঞ্জে চালকের কানে মোবাইল ফোন থাকায় বাস খাদে পড়ে বলে জানিয়েছেন যাত্রীরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর— বগুড়া : শিবগঞ্জ উপজেলার মোকামতলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৬ নারী নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১২টার সময় বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার কাশিপুরে বগুড়া থেকে রংপুরগামী ও রংপুর থেকে ঢাকাগামী দুটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ নারী যাত্রী নিহত হন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হন ১৫ জন। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনার পর বগুড়া-রংপুর মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে থানা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে। গোবিন্দগঞ্জ থানার ওসি আবুল বাসার জানান, দুপুর সাড়ে ১২টার সময় কাশিপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ঢাকার মোহাম্মদপুরের ফজলুল করিমের স্ত্রী সৈয়দা মনোয়ারা (৬৭), গাবতলী উপজেলার কাগইল সুলতানপুর গ্রামের নইমুদ্দিনের স্ত্রী জুলেখা (৩৫), তার মেয়ে মোছা. ডলি (৩৫), দিনাজপুর রামসাগর এলাকার লতিফুর রহমানের মেয়ে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী নীলা (২৩)। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। তাদের সবার পরিচয় পাওয়া যায়নি। বাস দুটি আটক করা হয়েছে। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে পরে ৪ জন নিহত ও আহত হয়েছেন আরও ৫ জন। গতকাল সকাল ৭টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোগাড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাবনার বেড়া উপজেলার বুকাই মিয়ার ছেলে সোহেল (৩৫), গাইবান্ধার সাঘাটা উপজেলার কোমলপুর গ্রামের আসাদুর রহমানের ছেলে সুজন (৩৮) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাসিমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে আফসার (৬)। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ছাদে থাকা ৪ যাত্রী নিহত হন। এ সময় আরও ৫ জন আহত হন। সুনামগঞ্জ : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাতুয়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত ও ২০ জন আহত হন। গতকাল বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বিরতিহীন বাসটি ৩৫ জন যাত্রী নিয়ে দিরাইয়ের উদ্দেশে যাচ্ছিল। এক যাত্রী বলেন, চালক মোবাইল ফোনে কথা বলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই সরমঙ্গল ইউনিয়নের হাচিমপুর গ্রামের শ্যামল প্রাণের সহধর্মিণী মৌসুমী প্রাণ (২৪), শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের জগনানন্দের সহধর্মিণী রাধারানী (৪৫) ও অপর নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনায় গুরুতর আহত ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের নলকায় বাসচাপায় আলহাজ (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় বাসটি রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৪ যাত্রী আহত হন। বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ কামারখন্দ উপজেলার চরদোগাছী গ্রামের জানবক্সের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, নলকা এলাকায় আলহাজ অটোরিকশাটি নিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে বগুড়াগামী নাবিল পরিবহনের বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আলহাজ মারা যান এবং বাসের অন্তত ৪ যাত্রী আহত হন। সিদ্ধিরগঞ্জ : সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আমির  হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুপুর ৩টায় শিমরাইল এলাকার ডাচ-বাংলা ব্যাংকসংলগ্ন ইউটার্ন দিয়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির  হোসেন মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ী থানার হাসাইল গ্রামের মৃত আইনাল হক ফকিরের ছেলে। আমির সিদ্ধিরগঞ্জের মাদানী নগর মাদ্রাসা এলাকায় গাড়ির টায়ারের ব্যবসা করতেন।

সর্বশেষ খবর