শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তান সীমান্ত দুই বছরের মধ্যে সিল করছে ভারত

কলকাতা প্রতিনিধি

সীমান্তের ওপার থেকে সন্ত্রাসের আমদানি বন্ধ করতে এবার পাকিস্তান সীমান্ত পুরোপুরি বন্ধ (সিল) করে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত। দেশটি ২০১৮ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত সিল করে দেবে বলে জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তান-লাগোয়া সীমান্তবর্তী ভারতের জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট— এই চার রাজ্যের নিরাপত্তা সম্পর্কিত বিষয়টি খতিয়ে দেখতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর শুক্রবার এ কথা বলেন রাজনাথ। রাজস্থানের জয়সালমিরে এই চারটি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিএসএফের ডিজিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকর পরই এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন ‘আমাদের সময় নির্দিষ্ট করা হয়ে গেছে, আগামী ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই ৩ হাজার ৩২৩ কিলোমিটার দীর্ঘ ভারত-পাক সীমান্ত সিল করার কাজ শেষ হয়ে যাবে। আমরা তার একটা অ্যাকশন প্ল্যান তৈরি করছি। প্রতি মাসে, তিন মাস অন্তর, ছয় মাস ও এক বছর পরপর কাজের অগ্রগতি খতিয়ে দেখা হবে। এদিন তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এ পরিস্থিতিতে আমাদের একত্রিত হওয়া উচিত এবং আমাদের সেনাদের ওপর বিশ্বাস রাখা উচিত। সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনাঘাঁটিতে জঙ্গি হামলা, অনুপ্রবেশ, ক্রমাগত যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘনকে কেন্দ্র করে পাক সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই দুই দিনের ভারতের পশ্চিম সীমান্ত পরিদর্শনে আসেন রাজনাথ। সীমান্তে যে অংশগুলো ঘেরা নেই, তার মধ্যে নদী অথবা জলপথ রয়েছে এবং সেই এলাকাগুলো দিয়ে বার বার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে। ফলে দুর্গম এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া না দিতে পারলেও অত্যাধুনিক লেজার প্রযুক্তি, ক্যামেরা, র‌্যাডার ব্যবহার করা হতে পারে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন ‘এ লক্ষ্যে সীমান্ত নিরাপত্তা বেষ্টনী দেওয়া হবে। পাশাপাশি সীমান্ত সিল করতে প্রযুক্তিগত সমাধানের পথও খোঁজা হচ্ছে।’

সর্বশেষ খবর