মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

তিন জেএমবির কারাদণ্ড

নারায়ণগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) দুই জঙ্গিকে বিস্ফোরক মামলায় ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে একটি আদালত। নারায়ণগঞ্জের সাত নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুন নাহার আসামিদের উপস্থিতিতে গতকাল এ রায় ঘোষণা করেন। ওই দুই জঙ্গিকে গ্রেফতারের প্রায় ১০ বছর পর মামলার রায় ঘোষণা করা হলো। সাজাপ্রাপ্তরা হলেন— বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার কামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ও মো. হোসেনের ছেলে মাহাবুব। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ বলেন, ২০০৭ সালের ৭ জানুয়ারি টাঙ্গাইল থেকে সাইফুল ইসলামকে বিস্ফোরকসহ গ্রেফতার করে র‌্যাব। তার স্বীকারোক্তি মোতাবেক ওইদিন রাতেই নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে গ্রেফতার করা হয় মাহাবুবকে। তাদের কাছ থেকে জব্দ করা হয়— ডেটোনেটর, ২২টি হ্যান্ড গ্রেনেড, জিহাদি বইসহ বিস্ফোরক সরঞ্জামাদি। ওই ঘটনায় র‌্যাবের ডিএডি আবদুস সালাম বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জে আবদুল মুনিব নামে এক জেএমবি সদস্যকে অস্ত্রআইনে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। মনিব শিবগঞ্জ উপজেলার কয়লার দিয়াড় সন্ন্যাসীপাড়ার আজমল হকের ছেলে। গতকাল স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত দায়রা জজ জিয়াউর রহমান এ দণ্ডাদেশ দেন। ২০০৯ সালের ১৪ জুন গুলি ও জিহাদি বইসহ শিবগঞ্জ উপজেলার খড়গপুর এলাকা থেকে জেএমবি সদস্য মমিনকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী ১৮ জুন রাতে আবদুল মুনিবকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে জব্দ করা হয় একটি শুটারগান ও তিন রাউন্ড গুলি। পরদিন শিবগঞ্জ থানায় মামলা করেন এসআই মিজানুর রহমান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর