মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এবার ভেঙে গেল জাগপা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটভুক্ত দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ভেঙে গেছে। দলটির একাংশের নেতারা দলের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানকে ‘অব্যাহতি’ দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছেন। এই অংশের নেতারা বলছেন, তারা বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটে থাকবেন না। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জাগপার ওই অংশের দাবি, দলে একনায়কত্ব প্রতিষ্ঠা, জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া আসামিদের মুক্তি দাবি এবং নির্বাচনী রাজনৈতিক ব্যবস্থার বিপরীতে অবস্থান নেওয়ায় শফিউল আলমকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রবিবার দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শফিউল আলম প্রধানের কমিটির সহসভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদকে সভাপতি ও মো. মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এই অংশের দাবি, তাদের সঙ্গে দলের ৬০ শতাংশ নেতা-কর্মী রয়েছেন। এ প্রসঙ্গে শফিউল আলম প্রধান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। কর্মী-সমর্থকরা আমার সন্তানতুল্য। তারা এমন কাজ করতে পারেন না। কেউ যদি অস্ত্রের মুখে এ ধরনের কাজ করে থাকেন, তা ভিন্ন কথা। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক বেশ কয়েকটি দল ভেঙে যায়। এর মধ্যে ২০১৪ সালের ২৫ আগস্ট বিএনপি জোট ছাড়েন এনপিপির শওকত হোসেন নীলু। পরে দল ভেঙে একাংশ জোটে থেকে যায়। আবদুল লতিফ নেজামীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। এ ছাড়া এনডিপি, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টিও (ভাসানী-ন্যাপ) ভেঙে গেছে। ভাঙা দলগুলোর একাংশ বিএনপি নেতৃত্বাধীন  জোটে থাকায় সংখ্যাগত দিক থেকে বিএনপি-জোট এখনো ২০-দলীয় জোট নামেই রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর