মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
বাঁওড় নিয়ে দ্বন্দ্ব!

বড় ভাইয়ের পর ছোট ভাইও খুন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে এজাজ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার খিতিবদিয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত এজাজ সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

চূড়ামনকাঠি এলাকার ঝাউদিয়া বাঁওড় সংক্রান্ত বিরোধের জের ধরে দুই বছর আগে ২০১৪ সালের ১৮ নভেম্বর খুন হয়েছিলেন এজাজ হোসেনের ভাই শহিদুল ইসলাম। একই বিরোধের সূত্র ধরে এজাজকেও হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন নিহতের স্বজনরা। নিহতের ভাই বাদল হোসেন বলেন, গতকাল সকালে চূড়ামনকাঠিতে খেতের মূলা বিক্রি করতে গিয়েছিলেন এজাজ। তার সঙ্গে ছিল আনতাজ নামে এক সহকারী। সকাল সোয়া ৮টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে খিতিবদিয়া পুকুর পাড়ে সন্ত্রাসীরা তার গতিরোধ করে ও মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, এজাজের মাথার পেছন দিকে গুলি বিদ্ধ হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, ‘এজাজ নামে একজনকে গুলি করে খুন করা হয়েছে শুনে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। খুনিদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে’। এলাকাবাসী জানায়, ঝাউদিয়া বাঁওড়ের দখল নিয়ে স্থানীয় দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে ২০১৪ সালে এজাজের ভাইও খুন হয়েছিলেন। সেই একই বিরোধের জের ধরে এজাজকে খুন করা হয়ে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

সর্বশেষ খবর