বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
ছাত্রলীগের হত্যা মামলা

অভিযোগপত্র বাতিলের আবেদন, সিআইডির তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা হত্যা মামলায় আদালতে পুলিশের দেওয়া অভিযোগপত্র বাতিলের আবেদন করা হয়েছে। নিহত রেজার ভাই মামলার বাদী রিয়াজ হোসেন সোমবার বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন। আবেদনে তিনি থানা পুলিশের অভিযোগপত্র বাতিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দিয়ে এই মামলার পুনঃতদন্ত দাবি করেন। এজাহারভুক্ত আসামি মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনসহ পাঁচজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে গত ৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান। বাদী রিয়াজ হোসেন আদালতে অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা আতাউর রহমান প্রভাবিত হয়ে ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনসহ এজাহারভুক্ত পাঁচ আসামির অব্যাহতি চেয়ে মামলার অভিযোগপত্র জমা দেন। এমনকি তিনি (রিয়াজ) বাদী হওয়া সত্ত্বেও তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দেওয়ার আগে তার সঙ্গে যোগাযোগ করেননি। রিয়াজ আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, পুলিশ পরিদর্শক আতাউর রহমান প্রভাবিত হয়ে জসিমকে মামলা থেকে অব্যাহতি দেবেন এমন ধারণা তিনি আগেই পেয়েছিলেন। এ কারণে মামলাটি সিআইডি পুলিশ দিয়ে তদন্ত করার জন্য গত ১৩ আগস্ট থেকে পর্যায়ক্রমে তিন বার আদালতে আবেদন করেন তিনি। কিন্তু আদালত পুলিশের অভিযোগপত্র প্রদান পর্যন্ত অপেক্ষা করতে বলেন আবেদনকারীকে। আদালতের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে রিয়াজ সোমবার অভিযোগপত্র প্রত্যাখ্যান করে মামলার তদন্ত সিআইডিকে দেওয়ার আবেদন করেন।

সর্বশেষ খবর