Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১১ অক্টোবর, ২০১৬ ২৩:১৮
আজ থেকে ইলিশ ধরা ও বেচাকেনা নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক

আজ থেকে ইলিশ ধরা, মজুত ও বেচা-কেনা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা সংরক্ষণ ও ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন সময় ১১ দিন বা ১৫ দিন এ নিষেধাজ্ঞা থাকলেও এবার সময়সীমা বৃদ্ধি করে ২২ দিন করা হয়েছে।

ইলিশের প্রধান চারটি প্রজনন ক্ষেত্র (ঢালচর, মনপুরা মৌলভীরচর ও কালিরচর দ্বীপ) সমন্বিতভাবে প্রায় ৭ হাজার বর্গকিলোমিটার এলাকায়ও একই সময় ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আরও রয়েছে ২৭টি জেলার নদ-নদী। জেলাগুলো হচ্ছে- চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর,  ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী। একই সঙ্গে দেশের সমুদ্র উপকূল ও মোহনায়ও  এই ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। বাংলাদেশ মত্স্য গবেষণা প্রতিষ্ঠান সূত্র মতে, ইলিশ মাছ সারা বছরই প্রজনন করলেও সবচেয়ে বেশি প্রজনন করে অক্টোবর মাসে (আশ্বিন/কার্তিক) বড় পূর্ণিমার সময়। এ সময় ৬০ শতাংশের বেশি ইলিশই পরিপক্ব ও ডিম ছাড়ার উপযোগী অবস্থায় থাকে।

এই পাতার আরো খবর
up-arrow