বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

ইউএস বাংলার নতুন বোয়িং ৭৩৭-৮০০

নিজস্ব প্রতিবেদক

‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্সে নতুন বোয়িং ৭৩৭-৮০০ সংযোজন করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার মধ্য দিয়ে আন্তর্জাতিক রুটে এর অভিষেক ঘটে। নেদারল্যান্ড থেকে রওনা দিয়ে দুবাই হয়ে গতকাল বাংলাদেশ সময় বিকাল ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বোয়িংটি। এ সময় উপস্থিত ইউএস-বাংলার কর্মকর্তারা বহরে যুক্ত হওয়া নতুন এয়ারক্রাফটিকে গ্রহণ করেন। এতে ৮টি বিজনেস ক্লাস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসসহ মোট ১৫৮টি আসন রয়েছে। নতুন যুক্ত হওয়া এ বোয়িংসহ বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে চারটি এয়ারক্রাফট রয়েছে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটগুলো কলকাতা, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, মাস্কাট, দোহা, গুয়াংজুসহ বিভিন্ন রুটে ফ্লাইট চলবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, নতুন বোয়িং যুক্ত হওয়ায় আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা দ্রুততম সময়ে বাস্তবায়ন হবে। শিগগিরই ঢাকা-পারো-ঢাকা রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে। আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে দ্রুতই আরও দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর