Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ অক্টোবর, ২০১৬ ২৩:২৩
মারা গেছেন থাইল্যান্ডের রাজা ভুমিবল
প্রতিদিন ডেস্ক
মারা গেছেন থাইল্যান্ডের রাজা ভুমিবল

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ ৮৮ বছর বয়সে গতকাল স্থানীয় সময়

বিকালে মারা গেছেন। সন্ধ্যায় রাজপ্রাসাদ থেকে তার মৃত্যুর এ খবর ঘোষণা করা হয়েছে। খবর : বিবিসির। ঘোষণায় বলা হয়, কিছুদিন ধরে রাজা ভুমিবল গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। তার মৃত্যুতে এক বছর ধরে শোক পালন করা হবে।

ঘোষণায় উল্লেখ করা হয়, ৬৪ বছর বয়স্ক ক্রাউন প্রিন্স মাহাওয়াজিরালংকর্ন থাইল্যান্ডের পরবর্তী রাজা হবেন। ৭০ বছর ধরে রাজার দায়িত্ব পালন করে আসা ভূমিবল থাইল্যান্ডে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট সমাধানে তিনি অন্যতম প্রধান ভূমিকা পালনকারী হিসেবেও বিবেচিত হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। কয়েক মাস ধরে তাকে জনসম্মুখেও দেখা যায়নি। গত বছরের বেশিরভাগ সময় তিনি হাসপাতালেই কাটিয়েছেন। মৃত্যুর খবর জানার পর ব্যাংককের সিরিরাজ হাসপাতালে ভিড় জমান শত শত মানুষ। তার মঙ্গল কামনায় গোলাপি পোশাক পরে বহু থাই নাগরিক সেখানে শোকে মাতম করেন।  উল্লেখ্য, ১৯৪৬ সালে ভাইয়ের মৃত্যুর পর মাত্র ১৮ বছর বয়সে রাজা ভূমিবল থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। চলতি বছরের জুনে তার সিংহাসনের আরোহণের ৭০তম বার্ষিকী পালন করা হয়। তার জন্ম ১৯২৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে। বাবা প্রিন্স মাহিদোল সেসময় হার্ভার্ডে লেখাপড়া করতেন।

এই পাতার আরো খবর
up-arrow