শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
কর্মীদের প্রতি ওবায়দুল কাদের

চামচামি করে কারও ক্ষতি করবেন না

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের জাতীয় সম্মেলনে আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী না। কেউ প্রার্থী না। প্রার্থী দাঁড় করিয়ে কোনো নেতার পক্ষে মোসাহেবি-চামচামি করে তার ক্ষতি করবেন না। নেত্রী কাকে কোন পদে রাখবেন সেটা কি আপনি জানেন। আর ওই ব্যক্তি যদি কাঙ্ক্ষিত পদ না পেয়ে থাকেন, তাহলে তো আপনি ভিকটিম হয়ে যাবেন। গতকাল দুপুরে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গঠিত দফতর উপ-পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন। দফতর উপ-পরিষদের আহ্বায়ক ওবায়দুল কাদের বলেন, সম্মেলনের প্রস্তুতির প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। আগামী ১৯ অক্টোবরের মধ্যে আমাদের সব কাজ সম্পন্ন হবে। আশা করি, শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাতিকে একটি সফল সম্মেলন উপহার দিতে যাচ্ছি। সেতুমন্ত্রী বলেন, আগের সম্মেলনে দেখা গিয়েছিল ব্যানার পোস্টার, বিলবোর্ডের উপরে বঙ্গবন্ধু, শেখ হাসিনা কখনোবা সজীব ওয়াজেদ জয় আর নিচে হচ্ছে ব্যক্তির বড় ছবি। এবার আমরা এগুলো বন্ধ করেছি। আপনারা এ কমিটিতে অনেকেই আছেন, আপনারা মনে করবেন না নেত্রী সম্মেলন উপলক্ষে অনেককেই ক্ষমা করে দিয়েছেন। কিন্তু এখন আপনি আবার কোনো অন্যায় করবেন সেটা ক্ষমা করা হবে সেটা মনে করার কোনো কারণ নেই। বৈঠকে মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, আবদুল মান্নান খান, ফরিদুন্নাহার লাইলী, এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী, শাহে আলম শফি আহমেদ, মাহমুদ হাসান রিপন ও মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর