Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

ঢাকা, রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
প্রকাশ : রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৫ অক্টোবর, ২০১৬ ২৩:৫৩
পাহাড়ে প্রবারণা পূর্ণিমা
খাগড়াছড়ি প্রতিনিধি
পাহাড়ে প্রবারণা পূর্ণিমা

দীর্ঘ তিন মাসের বর্ষাবাস (উপোষ) শেষে পার্বত্য অঞ্চলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা পালিত হচ্ছে। গতকাল চাকমা, বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি ব্যাপক ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেন।

এ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন বিহারে (মন্দির) নানা পূজা-অর্চনার আয়োজন করা হয়। সকালে বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাতি দান ও ধর্ম দেশনা দেওয়া হয়। বিকালে বিহারগুলোয় বিশেষ প্রার্থনা, নদীতে নৌকা ভাসানো, হাজার বাতি প্রজ্বালন ও ফানুস উড়িয়ে প্রদীপপূজার কর্মসূচিও রয়েছে এতে।

তবে একই ধর্মাবলম্বী হলেও অনেকটা ব্যতিক্রমীভাবে মারমা জনগোষ্ঠী আজ ওয়া বা ওয়াগ্যো প্যোয় উৎসব পালন করবে। তারা ধর্মীয় রীতিনীতির বাইরেও সামাজিক উৎসব পালন করে। বিশেষত হাজার ফুল দিয়ে বুদ্ধপূজা ও সাধ্যমতো ভান্তেকে ছোয়াইং (খাদ্য) প্রদান করা মারমা জনগোষ্ঠীর ঐতিহ্য। দিনটি উপলক্ষে মারমা তরুণ-তরুণীরা উৎসব উল্লাসে অংশ নেয়।

এই পাতার আরো খবর
up-arrow