রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযানে ইউপিডিএফের এক সন্ত্রাসী নিহত ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহত সন্ত্রাসী বুদ্ধজয় চাকমা (৩৮) দীঘিনালা উপজেলার পাবলাখালীর মৃত তুঙ্গরাম চাকমার ছেলে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গত রাতে জানায়, খাগড়াছড়ি জেলায় ভুয়াছড়ি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি নিরাপত্তা বাহিনীর টহল দলের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় ইউপিডিএফের সশন্ত্র সন্ত্রাসীদের গুলিবিনিময়কালে একজন ইউনিফর্ম পরিহিত ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। টহল দলটি ঘটনাস্থল থেকে একটি জি-৩ অটোমেটিক রাইফেল ও ১৯ রাউন্ড গুলি, একটি চাইনিজ সাব মেশিনগান ও ৪৯ রাউন্ড গুলি এবং একটি এইচকে-৩৩ অটোমেটিক রাইফেল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করে। গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, কুতুকছড়িতে ইউপিডিএফের ১৫-২০ সদস্যের একটি সশস্ত্র দল গোপন বৈঠক করে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় মহলছড়ি জোন সদর থেকে নিরাপত্তা বাহিনীর একটি দল দাতকুপিয়া এবং ভুয়াছড়ি মধ্যবর্তী স্থানে গিয়ে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গোপন আস্তানাটির সন্ধান পায় এবং আস্তানাটি ঘিরে ফেলে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। তবে নিরাপত্তা বাহিনীর অভিযানের তীব্রতায় সন্ত্রাসী দলটি টিকতে না পেরে অন্ধকারে পাহাড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ইউনিফর্ম পরিহিত ইউপিডিএফের এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ মৃতদেহ, তিনটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। গতকাল খাগড়াছড়ি সদর থানায় ছোটভাইয়ের লাশ শনাক্ত করে নিহত সন্ত্রাসীর বড় ভাই বজেন্দ্র কুমার চাকমা জানান, বুদ্ধজয় চাকমা অনেক দিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি তদন্ত এস এম মাসুদ আলম চৌধুরী জানান, লাশটি গতকাল রাতেই তার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর