রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
ঐতিহ্য

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলা

নওগাঁ প্রতিনিধি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলা

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারোয়ারী দুর্গামন্দির প্রাঙ্গণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর  মিলন  মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শিবপুর বারোয়ারী দুর্গামন্দির প্রাঙ্গণে মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতা আয়োজন করা হয়। ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ  মজুমদার এমপি এ  উদ্যোগে নেন। বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুরুষ ও মহিলারা এতে অংশগ্রহণ করেন। শিবপুর বারোয়ারী দুর্গামন্দির কমিটির সভাপতি ও নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাধন চন্দ্র মজুমদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম খান, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক রনজিত কুমার, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবেদ হোসেন মিলন। প্রতিযোগিতায় নওগাঁ জেলার নিয়ামতপুর, পোরশা, সাপাহার, পত্নীতলাসহ রাজশাহী, দিনাজপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলা থেকে ৮টি পুরুষ  এবং ৮টি মহিলা দল অংশ  নেয়। প্রতিযোগিতায় পুরুষ দলে নওগাঁর পোরশা উপজেলার জয়হার দল প্রথম, সাদাপুর খড়িবাড়ী নিয়ামতপুরের ভারতী দেবীর দল দ্বিতীয়, নিয়ামতপুরের কুন্তইলের আমিন সরেনের দল তৃতীয়, সাপাহারের সোনাতন মুর্মুর দল চতুর্থ এবং নিয়ামতপুরের ভাবিচা পঞ্চম স্থান অর্জন করে। মহিলা দলে পোরশা উপজেলার কুসুম কুন্ডা প্রথম, পোরশা উপজেলার জালমাছপুরের জোসেফ সরেনের দল দ্বিতীয় এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রূপালীর দল তৃতীয় স্থান অর্জন করে। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক দলকে শান্ত্বনা পুরস্কার হিসেবে এক হাজার টাকা করে প্রদান করা হয়। প্রতিযোগিতা দেখতে হাজার হাজার আদিবাসী শিবপুর বারোয়াারী দুর্গামন্দির প্রাঙ্গণে সমবেত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর