শিরোনাম
সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

খাদিজার ডান হাতে অস্ত্রোপচার আজ

নিজস্ব প্রতিবেদক

সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ডান হাতে আজ (সোমবার) অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন তার বাবা মাসুম মিয়া। তিনি বলেন, খাদিজার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাকে হুইল চেয়ারে বসিয়েছিলেন চিকিৎসকরা। ডাকলে চোখ মেলে তাকায়। কিন্তু কাউকে চিনতে পারছে না। এখন পর্যন্ত কথা বলতে পারেনি। ডান হাত ও পা নাড়ালেও বাম পাশে কোনো নড়াচড়া নেই। গতকাল স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, আজ খাদিজার হাতে অস্ত্রোপচার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হামলার আঘাত ঠেকাতে গিয়ে নার্গিসের হাতের মাসল চেইন কেটে গেছে। এ জন্য অস্ত্রোপচার করতে হবে। খাদিজাকে দ্রুত সুস্থতার জন্য তারা চেষ্টা করছেন। তার হাতে অস্ত্রোপচার সম্পন্ন হলে অবস্থার আরও উন্নতি হবে। গত বৃহস্পতিবার খাদিজার লাইফ সপোর্ট খুলে ফেলা হয়। চিকিৎসকরা তখন বলেছিলেন, পরীক্ষামূলকভাবে খাদিজার লাইফ সাপোর্ট খোলা হচ্ছে। যদি তিনি লাইফ সাপোর্ট ছাড়া সুস্থ থাকেন তাহলে তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ড বা কেবিনে স্থানান্তর করা হবে। তবে গতকালও তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত ৩ অক্টোবর বিকালে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসের পুকুরপাড়ে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে খাদিজাকে গুরুতর জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।

সর্বশেষ খবর