সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সাবেক কাস্টম কমিশনার দুদকের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচারের অভিযোগে কাস্টমস এক্সাইজ অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক কাস্টম কমিশনার মো. নুরুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। নুরুল ইসলাম বাগেরহাটের মংলা কাস্টমস হাউসের সাবেক কমিশনার। বর্তমানে তিনি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য। ২০১১ সালের ৪ এপ্রিল মংলা থানায় দুদক তার বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় আরও চারজনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, নুরুল ইসলামের সঙ্গে পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাবান ও বডি স্প্রে জাতীয় প্রসাধনী পণ্য দুবাই থেকে মংলা বন্দর দিয়ে আমদানি অনুমোদন পায়। ২৪ হাজার ২৪০ বোতল অনুমোদনবিহীন বিভিন্ন প্রকার বিদেশি মদ, ইলেকট্রনিক্স ও অন্যান্য পণ্য সামগ্রী দুই কনটেইনার ভর্তি মাল মংলা বন্দর দিয়ে বাংলাদেশে আনা হয়। যার মূল্য ৪ কোটি ৫০ হাজার টাকা। ওই পণ্য সামগ্রী অন্যায়ভাবে বিক্রি করে সেই অর্থ পাচার করা হয়।

সর্বশেষ খবর