শিরোনাম
মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

যাত্রীর পায়ুপথে আট সোনার বার

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে আটটি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। বারগুলোর ওজন প্রায় দেড় কেজি। মূল্য আনুমানিক ৫২ লাখ টাকা। গতকাল সকালে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রী খোরশেদ হোসেনের কাছ থেকে সেগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করে যাওয়ার সময় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার পায়ুপথে আটটি সোনার বার থাকার কথা স্বীকার করেন। পরে টয়লেটে নিয়ে তলপেটে দীর্ঘক্ষণ চাপ দেওয়া হয়। এ সময় চারটি বেলুনের ভিতর থেকে দুটি করে মোট আটটি বার বের করা হয়। এ ছাড়া দুপুরে দুবাই থেকে আসা তানভির আহমেদ নামে এক যাত্রীর কাছ থেকে এদিন আমদানিনিষিদ্ধ বিপুল বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। ওই যাত্রীর চারটি ব্যাগে ১৪৮টি কার্টনে এসব সিগারেট ছিল।

সর্বশেষ খবর