বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সীমান্তে বিএসএফের ককটেল, চার বাংলাদেশি আহত

কুড়িগ্রাম প্রতিনিধি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী— বিএসএফের ককটেল নিক্ষেপে চার গরু ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে সীমান্তের ১০৬৪ মেইন পিলারের কাছে ভারতের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল ছুড়ে মারেন। এতে আনোয়ার হোসেনের ছেলে সাজু মিয়া (১৮), রেজাউল করিমের ছেলে রোকনুজ্জামান রোকন (২২), রূপচানের ছেলে মানিক মিয়া (১৬) ও আবদুল করিমের ছেলে বাবলু মিয়া (২০) আহত হন। তাদের সবার বাড়ি উপজেলার সীমান্তঘেঁষা নওদাপাড়া গ্রামে। বিজিবির রৌমারী সদর কোম্পানি কমান্ডার কাজী রফিকুল ইসলাম জানান, সোমবার রাতে বিএসএফের ককটেল নিক্ষেপে চার গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তবে তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন আমরা তা জানি না। এ ব্যাপারে কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যদের চিঠি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর