বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

ওসির ফেসবুক হ্যাক করে অশ্লীল পোস্ট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিফজুর আলম মুন্সির ফেসবুক আইডি হ্যাক করে স্থানীয় এমপি ও প্রধানমন্ত্রী সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে এ ঘটনা জানার  পর ওসি ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে আইডিটি বন্ধ করে দেয়। তবে এ নিয়ে রাজশাহী জেলা পুলিশ ও স্থানীয়দের মধ্যে তোলপাড় চলছে। বিশেষ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সকাল ৮টার দিকে ‘ওসি গোদাগাড়ী’ নামের ওই ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি আপলোড করে তাতে কুরুচিপূর্ণ লেখা পোস্ট দেওয়া হয়েছে। এর কয়েক মিনিট পরই জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরীর ছবি আপলোড করে তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কুরুচিপূর্ণ লেখা পোস্ট করা হয়। ওসির ফেসবুক আইডিতে এ ধরনের লেখা দেখে ফেসবুক ব্যবহারকারীরা হতচকিত হয়ে ওঠেন। অবশ্য ছবিগুলোতে যারা মন্তব্য করেন, তাদের প্রায় সবাই মনে করেছেন, আইডিটি হ্যাক করে এসব অশ্লীল লেখা পোস্ট করা হয়েছে। গোদাগাড়ী থানার ওসি হিফজুর আলম মুন্সি বলেন, এ থানায় যোগ দেওয়ার পর আমি সরকারি মোবাইলের নম্বর দিয়ে ফেসবুক আইডিটি খোলেন। সোমবার রাতেও তিনি ফেসবুক ব্যবহার করেন। সকালে তার ফেসবুক আইডিতে এসব অশ্লীল পোস্ট দেখে কয়েকজন তাকে ফোন করে বিষয়টি অবহিত করেন। তখন তিনি ফেসবুকে ঢোকার চেষ্টা করেও আর পারেননি। ওসি আরও জানান, আইডিটি মোবাইল নম্বর দিয়ে খোলা হলেও হ্যাকার আইডির নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে সেটি ই-মেইল আইডিতে স্থানান্তর করে নেয়। ওই ই-মেইলের প্রথম ডিজিট ‘সি’ এবং শেষ ডিজিট ‘৭’। তিনি বহু চেষ্টা করেও আইডির পাসওয়ার্ড উদ্ধার করতে না পেরে বিষয়টি রাজশাহীর পুলিশ সুপারকে জানান। পরে সকাল ১০টার পর আইডিটি বন্ধ করে দেওয়া হয়। রাজশাহী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রশিদ জানান, বিভিন্ন থানার নামে ওসিদের ফেসবুক আইডি খুলে পুলিশ নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। সকালে গোদাগাড়ীর ওসির ফেসবুক আইডিতে এমন পোস্ট দেখে সবাই হতচকিত হয়ে ওঠেন। এ নিয়ে জেলা পুলিশে ব্যাপক তোলপাড় শুরু হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া জানান, গোদাগাড়ীর ওসি তাকে জানানোর পর তিনি পুলিশ সদর দফতরে বিষয়টি অবহিত করেন। সেখান থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। এর পরই সকাল ১০টার দিকে ফেসবুক কর্তৃপক্ষ আইডিটি বন্ধ করে দেয়। এসপি বলেন, সরকারবিরোধী কোনো মহল কাজটি করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। আর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণও প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর