শিরোনাম
বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পদবি নয়, বড় দল ও সরকারের ভাবমূর্তিই

---—আ জ ম নাছির উদ্দিন

রিয়াজ হায়দার, চট্টগ্রাম

পদবি নয়, বড় দল ও সরকারের ভাবমূর্তিই

পদ-পদবি বড় কথা নয়, দল ও সরকারের ভাবমূর্তিই বড়। এটি বিবেচনা করেই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে হবে বলে মনে করেন চট্টগ্রাম সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে এবং দল ও সরকার জনগণের দোরগোড়ায় আরও ব্যাপকভাবে পৌঁছবে। এবারের সম্মেলন থেকে দলের নবাগত ‘হাইব্রিড’দের জন্য কোনো শিক্ষা আসছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, হালকাভাবে হাইব্রিডদের নিয়ে কোনো ঢালাও মন্তব্য করতে আমি রাজি নই। মাল্টিক্লাস সংগঠন বা গণসংগঠন হিসেবে আওয়ামী লীগে নতুন লোক আসতেই পারেন। ঢালাওভাবে নবাগতদের হাইব্রিড না বলে নতুনরা কতটুকু দলের নীতি-আদর্শকে ধারণ করে দলে আসছেন—সেটিই বিবেচনা করতে হবে। প্রায়ই চার দশকের রাজনীতির অভিজ্ঞতায় ঋদ্ধ এ সাবেক ছাত্রনেতার কাছে এবারের সম্মেলনে নতুন অনেকের পদ-পদবির প্রত্যাশা প্রশ্নে জানতে চাইলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পদ পাওয়া না পাওয়া বড় নয়। দায়িত্ব পেলে হয়তো দলের জন্য বড় পরিসরে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়। কিন্তু দায়িত্ব না পেলে রাজনীতি না করা বা দলের সঙ্গে সম্পর্ক সংশ্রব থাকবে না— এমনটি ভাবা কোনো রাজনৈতিক কর্মীর উচিত নয়। রাজনীতি জনমানুষের জন্যই। বিভিন্ন পর্যায়ে থেকেও দলের আদর্শকে ধারণ করে মানুষের পাশে দাঁড়ানো যায়। প্রসঙ্গক্রমে তিনি পদ-পদবি ছাড়াও দীর্ঘকাল নিজে দলকে আঁকড়ে ধরে রাখার উদাহরণ তুলে ধরেন। মেয়র নাছির উদ্দিন স্কুল থেকেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থেকে যথাক্রমে চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর ও কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ পদে দায়িত্ব পালন করলেও প্রায় দুই দশক আওয়ামী লীগের কোনো পদ-পদবি পাননি। তবুও দুঃসময়ে দলকে আঁকড়ে ধরা এই নেতা সরাসরি মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং মেয়র পদে দলের মনোনয়ন পান।

সর্বশেষ খবর