বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

প্রবীণ-নবীনের নেতৃত্ব তৈরি করতে হবে

----—জহিরুল হক খোকা

সৈয়দ নোমান, ময়মনসিংহ

প্রবীণ-নবীনের নেতৃত্ব তৈরি করতে হবে

প্রাণশক্তি হিসেবে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে আওয়ামী লীগে প্রবীণ-নবীনের নেতৃত্ব তৈরি করতে হবে বলে মনে করেন নবগঠিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা। তিনি বলেন, হাইব্রিডরা যাতে দলের কোনো প্রকার ক্ষতি করতে না পারে সে সম্পর্কে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সামনে রেখে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দীর্ঘ ৫২ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী এই নেতা আরও বলেন, বিভিন্ন কারণেই আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনেক গুরুত্বপূর্ণ। দীর্ঘ ২৬ বছরের স্বপ্ন ‘ময়মনসিংহ বিভাগ’-এর পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। সর্বস্তরের নেতা-কর্মী ও গণমানুষের প্রত্যাশা অনুযায়ী ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ঢেলে সাজিয়েছেন। আসন্ন জাতীয় কাউন্সিলেও আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নবীন-প্রবীণের সমন্বয়ে একটি সময়োপযোগী কমিটি দেশ ও জাতিকে উপহার দেবেন, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল ঘিরে ময়মনসিংহে সাজসাজ রব চলছে। বর্ণিল সাজে নগরীকে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তোরণ নির্মাণ করা হচ্ছে। ব্যানার-ফেস্টুনে সাজানো হচ্ছে। এতে দলীয় নেতা-কর্মীরা নতুন মাত্রায় উজ্জীবিত হয়ে উঠেছেন। আসন্ন কাউন্সিলে তৃণমূলকে মূল্যায়নের বিষয়ে এই বর্ষীয়াণ রাজনীতিক বলেন, বঙ্গবন্ধুকন্যা, মহান নেত্রী শেখ হাসিনা সবসময়ই নেতা-কর্মীদের শ্রম-ঘামের মূল্যায়ন করেন। দলের প্রাণশক্তি তৃণমূলকেই তিনি সবসময় গুরুত্ব দেন। এবারও নেত্রী দলের ত্যাগী ও পরীক্ষিত তৃণমূল নেতাদের মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদী।

সর্বশেষ খবর