বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আলোচনায় আওয়ামী লীগের তিন নেতা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের আলোচিত তিন নেতা। দলে জনপ্রিয়। কর্মীদের মুখে মুখে ব্যাপকভাবে উচ্চারিত এই তিন নেতা হলেন জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। আওয়ামী লীগের ২০তম কাউন্সিল সামনে রেখে আলোচনার কেন্দ্রে এই তিন নেতা উঠে এসেছেন কাউন্সিলের বিশেষ দায়িত্ব সফল করায়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এই কাউন্সিলের মঞ্চ গঠন ও নগর আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন তারা। কাউন্সিল ঘিরে চোখধাঁধানো মঞ্চ গঠনের পাশাপাশি রাজধানীর প্রধান প্রধান সড়কে যে দৃষ্টিনন্দন আলোকসজ্জা, তা এই তিন নেতারই সাংগঠনিক দক্ষতার পরিচায়ক। দলীয় সূত্রমতে, আওয়ামী লীগের আসন্ন কেন্দ্রীয় কাউন্সিলে মঞ্চ গঠনের পাশাপাশি দলীয় শৃঙ্খলা রক্ষার কাজেও নেপথ্যে নেতৃত্ব দিচ্ছেন এই তিন নেতা। সূত্রমতে, মঞ্চ গঠনের কাজসহ কাউন্সিলের দায়িত্ব পালনে এখন পর্যন্ত এ তিন নেতা নিজেদের পরিকল্পনায় করছেন সবকিছু। এমনকি কাউন্সিলের এসব কাজে অর্থ ব্যয়ের বিষয়টিও অনেকটা নিজেরাই সামাল দিচ্ছেন। কাউন্সিল ঘিরে নতুন সাজে সেজেছে রাজধানী ঢাকার অলিগলি, সড়ক-মহাসড়ক। বাদ যায়নি গুরুত্বপূর্ণ স্থাপনা, দর্শনীয় স্থানসমূহ। এক কথায় বলতে গেলে যানজটের নগরী পরিণত হয়েছে বিউটিফুল ঢাকায়। ২২-২৩ অক্টোবর অনুষ্ঠেয় দলের কাউন্সিলকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সেজেছে নতুন রূপে। শুধু রাজধানী নয়, গ্রামপর্যায়েও নেতা-কর্মীরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে সাজিয়েছেন দলীয় কার্যালয় ও দর্শনীয় স্থানগুলো। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলের ২০তম কাউন্সিল স্মরণীয়-বরণীয় ও জাঁকজমকপূর্ণ করে রাখতে দলের সিদ্ধান্ত ছিল, বর্ণাঢ্য সাজে সাজানো হবে ঢাকাসহ সারা দেশ। কাউন্সিলের ঢেউ ছড়িয়ে দেওয়া হবে সব জায়গায়। করাও হচ্ছে তা। আর দলের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তিন নেতা। তারা হলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় নেতা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানকে সাজানো হয়েছে অপরূপ সাজে। আর এসব ঘিরে প্রতিদিনই নেতা-কর্মীদের উচ্ছ্বাস-উদ্দীপনা বেড়েই চলেছে। রাতের বেলায় উদ্যানে গেলে চোখধাঁধানো দৃশ্য দেখা যায়। যারাই সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন তারাই পুলকিত হচ্ছেন, প্রশংসা করছেন মঞ্চ সাজসজ্জা উপকমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের। এমনকি গতকাল সকালে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মঞ্চ ও সম্মেলন প্রস্তুতির প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘বিশাল পরিসরে এই আয়োজন হচ্ছে। আমার মনে হয়, আমাদের দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিরাট কর্মযজ্ঞ দেখলে সন্তুষ্ট হবেন।’ শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, যে কোনো এলাকায় রাজধানীতে প্রবেশ করলেই বোঝা যাবে রাজকীয় সাজে সেজেছে ঢাকা। গত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি দেখতে এসেছিলেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার আলী আশরাফ। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত বলে জানান। নান্দনিক মঞ্চ ও সাজসজ্জা দেখে বললেন, ‘আমার জীবনে চারটি সম্মেলন দেখেছি। কিন্তু এমন জাঁকজমকপূর্ণ কখনই দেখিনি।’ তিনি বলেন, ‘যারা এ কাজে নিয়োজিত, আসলেই তাদের পরিকল্পনা ও দক্ষতা অনেক বেশি ভালো।’ জানা গেছে, স্মরণকালের এই জাঁকজমকপূর্ণ আয়োজনের তিন নেতার নাম এখন সবার মুখে মুখে।

সর্বশেষ খবর