বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সাংবাদিককে ‘শেষ’ করার হুমকি দিলেন বাঁশখালীর এমপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাঁশখালীর সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রাণনাশের হুমকি দিলেন এক সাংবাদিককে। বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে প্রকল্পসংক্রান্ত তথ্য চাওয়ায় চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ’র স্টাফ রিপোর্টার রাহুল দাশ নয়নকে মঙ্গলবার বাঁশখালী ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘নইলে শেষ করে ফেলা হবে।’ এর আগে গত ১ জুন নিজের পছন্দের লোকজনকে নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দেওয়ায় মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেনকে মারধর করেছিলেন। এদিকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য রাহুল দাশ নয়নকে প্রাণনাশের হুমকির নিন্দা ও উদ্বেগ জানিয়ে গতকাল যুক্ত বিবৃতি দিয়েছেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর সাংবাদিক রাহুল দাশ নয়ন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সংবাদসংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করেন।  আবেদনে ক্ষিপ্ত হয়ে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০টা ৫৩ মিনিটে রাহুল দাশ নয়নের ব্যক্তিগত মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেন ও এ বিষয়ে নাক না গলানোর জন্য নিষেধ করেন। এ ঘটনায় এক বিবৃতিতে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, নির্বাহী সদস্য আসিফ সিরাজ ও নওশের আলী খান।

সর্বশেষ খবর