Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ অক্টোবর, ২০১৬ ২৩:৩০
কৃষি সংবাদ
পিয়াজের দানায় ভাগ্যবদল
ফরিদপুর প্রতিনিধি
পিয়াজের দানায় ভাগ্যবদল

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামের কৃষক ইসাহাক মোল্যা পিয়াজের দানা বিক্রি করে নিজের ভাগ্য বদল করেছেন। তার দেখাদেখি গ্রামের বেশ কয়েকজন কৃষকও পিয়াজ দানা আবাদ করে স্বাবলম্বী হয়েছেন।

একসময় ইসাহাক মোল্যার সংসারে ছিল বেশ অভাব-অনটন। কৃষিকাজ করে কোনো রকমে সংসার চলছিল তার। তখন তিনি স্বপ্ন দেখেন স্বাবলম্বী হওয়ার। গ্রামের কয়েকজনের পরামর্শে ১৭ বছর আগে মাত্র ৫ হাজার টাকা দিয়ে ১০ শতাংশ জমিতে পিয়াজ দানার আবাদ শুরু করেন। প্রথম বছর কিছুটা লাভ হওয়ায় পরের বছর আরও বেশি জমিতে আবাদ করেন পিয়াজ দানা। প্রতি বছরই বাড়তে থাকে পিয়াজ দানার আবাদ। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ও খুচরা বিক্রেতারা পিয়াজ দানা নিতে ছুটে আসেন ইসহাকের কাছে। এ বছর ইসাহাক মোল্যা ১৩ একর জমিতে পিয়াজ দানার আবাদ করেছেন। ফলন হয়েছে বেশ ভালো। প্রতি একরে সোয়া ৪ মণ করে দানা পেয়েছেন। প্রতি মণ দানা বিক্রি করেছেন ৮০ হাজার টাকা দরে। খরচ বাদে এ বছর লাভ করেছেন প্রায় ৩০ লাখ টাকা। ইসাহাক মোল্যা জানান, তার নিজের জমি রয়েছে মাত্র ১ একর। পিয়াজ দানা বিক্রি করে তিনি এখন বেশ স্বাবলম্বী। বিভিন্ন জনের কাছ থেকে নেওয়া ধার শোধ করে এখন তিনি ঋণমুক্ত। অভাবের সংসারে ফিরে এসেছে সচ্ছলতা। তার দেখাদেখি গ্রামের অনেকেই পিয়াজ দানা আবাদে উৎসাহী হয়ে উঠেছেন। ইসাহাক মোল্যা তাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন বলে জানান। তিনি আরও জানান, তার পিয়াজ দানা তাহেরপুরী জাতের। এ জাতটি দেশের সবচেয়ে ভালো ও উচ্চ ফলনশীল।

এই পাতার আরো খবর
up-arrow