বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
প্রধানমন্ত্রীর উদ্যোগ

তিস্তায় আবারও মাছ চাষ শুরু

নীলফামারী প্রতিনিধি

তিস্তায় আবারও মাছ চাষ শুরু

নীলফামারীর ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তার সেচ ক্যানেলে জমে থাকা পানিতে আবারও মাছ চাষ শুরু করেছে মত্স্য অধিদফতর। বিশেষ এই কর্মসূচি চালু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে।

এ কর্মসূচির ফলে ক্যানেলের দুই তীরে বসবাসরত হতদরিদ্রদের কর্মসংস্থানের সৃষ্টি এবং আমিষের চাহিদা পূরণ, মাছের ঘাটতি কমানোসহ দরিদ্রদের আর্থিক সক্ষমতা বাড়বে। সম্প্রতি নীলফামারী সদরের রামনগরে চাঁদেরহাট ক্যানেলে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। মত্স্য অফিস সূত্র জানায়, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সদর উপজেলার ক্যানেলের ১৩টি খণ্ডের ২৬৮.৫ হেক্টরে ৭৭০০ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। চার উপজেলায় উপকারভোগী রয়েছেন ২৬০৭ জন। এর মধ্যে তিস্তা সেচ ক্যানেলে সদর উপজেলায় তিন খণ্ডে ৪৯২ জন, ডিমলা উপজেলার ১টি খণ্ডে ৪৬৩ জন, কিশোরগঞ্জ উপজেলার ৪টি খণ্ডে ৬৭৩ জন এবং জলঢাকা উপজেলার ৫টি খণ্ডে ৯৭৯ জন উপকারভোগী রয়েছেন। হরিশচন্দ্র পাঠ থেকে চাঁদেরহাট ক্যানেল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল মান্নান এ বিষয়ে বলেন, ‘গত তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা মত্স্য বিভাগের সহযোগিতায় মাছ চাষ করেছিলাম। ভালো উৎপাদনও হয়েছিল। প্রকারভেদে ১০ কেজি পর্যন্ত মাছ হতো ক্যানেলের পানিতে। উৎপাদিত মাছ নিজেরা খেয়ে বিক্রিও করতাম। সংসারে কষ্ট লাঘব হতো। এখানকার মাছ শহরে ও গ্রামের বাজারে বিক্রি করতেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন পর হলেও আবারও এই কর্মসূচি শুরু হওয়ায় আমরা উপকৃত হব।’ সদর উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা আবদুল ওয়াহেদ মণ্ডল বলেন, ‘আমরা দফতরের পক্ষ থেকে মত্স্য চাষিদের প্রয়োজনীয় সব পরামর্শ ও প্রশিক্ষণ দিয়েছি। মাছের পোনা বিনামূল্যে অবমুক্ত করা হয়েছে। সুবিধাভোগীরা শুধু ব্যবহার করবেন।’ জেলা মত্স্য কর্মকর্তা হাসান ফেরদৌস সরকার বলেন, ‘সেচ সুবিধার কোনো ক্ষতি না করে তিস্তা ক্যানেলে মাছ চাষ করা সম্ভব। মূলত জলাশয় ব্যবহার, আমিষের চাহিদা পূরণ এবং দরিদ্রদের আর্থিকভাবে সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ এই কর্মসূচি শুরু হয়েছে।’ মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশের প্রতিটি বিষয় নিয়ে চিন্তা করেন। তিস্তা সেচ ক্যানেলে মাছ চাষ তারই উদ্ভাবন।’

সর্বশেষ খবর