বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বেপরোয়া বাস গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রিফাত (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী বিলাল হোসেন (৩৫) ও মেয়ে জান্নাত (২)। আহতদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে উত্তরা পূর্ব থানা পুলিশ। জানা গেছে, নিহতদের বাসা ১৩৩ নম্বর দক্ষিণখানের চেয়ারম্যানবাড়ি রোড এলাকায়। পুলিশ তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। গতকাল বিকাল ৪টার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে উত্তরা ৪ নম্বর সেক্টরের জসীমউদ্দীন রোড ফুটওভার ব্রিজের নিচে। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, বিকালে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী অর্কিট পরিবহনের একটি বাস বেপরোয়াগতিতে জসীমউদ্দীন রোডে যাওয়ার সময়  মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় বিলাল, মেয়ে জান্নাত ও স্ত্রী রিফাত বাসের ধাক্কায় আহত হন। তাদের উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রিফাতকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত দুজনকে ওই হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি আরও জানান, আহতদের অবস্থাও গুরুতর। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস আটক করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর