বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
বখাটেদের হামলা

ঢাকায় দুই বোনকে মারধর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহআলীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই কলেজছাত্রীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। গতকাল সকালে চিড়িয়াখানা রোডে বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্রীকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয় বলে জানিয়েছেন আহতদের স্বজনরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার প্রতিবাদে প্রায় আধঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন কলেজ শিক্ষার্থীরা। অভিযুক্তদের একজন লুত্ফর রহমান বাবুকে আটক করেছে পুলিশ। পুলিশ ও তাদের সহপাঠীরা জানান, কলেজ ছুটির পর সানিয়া হাবীব ও আসোয়াদ হাবীব বাসায় ফিরছিলেন। তারা যমজ বোন। কলেজের সামনে ফুটপাথের দোকানে বসে থাকা কয়েক বখাটে এ সময় তাদের উত্ত্যক্ত করে। আপত্তিকর মন্তব্য করতে থাকে। প্রতিবাদ করায় দুই ছাত্রীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় তারা। এরপর বখাটে বাবু ও জীবন করিম বাঁশ দিয়ে তাদের পিটিয়ে আহত করে। বাবু ও জীবন মিরপুরের কামাল হাউজিং এবং মুক্তিযোদ্ধা স্টাফ কোয়ার্টার কলোনির বাসিন্দা। হামলার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা প্রায় আধঘণ্টা মিরপুর সনি সিনেমা হলের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে অভিযুক্তদের শাস্তির আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন। মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, দুই বোনের মধ্যে একজনের পা ভেঙে গেছে। হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে প্রতিবাদ করেছে। পরে শিক্ষক ও পুলিশ তাদের শান্ত করে কলেজে ফিরিয়ে নেয়। শাহআলী থানার এসআই শামছুল হক বলেন, আহতদের অভিযোগের ভিত্তিতে বাবু নামে একজনকে আটক করা হয়েছে। জীবনসহ তাদের সহযোগীদের ধরতে অভিযান চলছে। আহত দুই বোনের বাবা আহসান হাবীব থানায় একটি মামলা করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর