শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গি হাইব্রিড রুখতে সেইফগার্ড জরুরি

——— এ কে আজাদ চৌধুরী

জঙ্গি হাইব্রিড রুখতে সেইফগার্ড জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের নতুন নেতৃত্বে যেন কোনো সাম্প্রদায়িক, জঙ্গিবাদী ও মানবতাবিরোধী শক্তির অনুপ্রবেশ ঘটতে না পারে সে ব্যাপারে ‘সেইফগার্ড’ থাকতে হবে। একইভাবে  হাইব্রিড নেতা, দুর্নীতিবাজ এবং পঙ্কিল রাজনীতিতে সম্পৃক্তদেরও নেতৃত্বের বাইরে রাখতে হবে। দলের দুর্দিনে পরীক্ষিত ও পরিশীলিত নেতাদের নেতৃত্বে নিয়ে আসতে হবে। কমিটিতে নবীন-প্রবীণের সমন্বয় ঘটাতে হবে। সমাজে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, মানুষের সংস্পর্শে রয়েছেন, তাদের গুরুত্ব দিতে হবে। এ সম্মেলনের মাধ্যমে গণতন্ত্রচর্চার আরও প্রসারণ হবে বলেও প্রত্যাশা করি।’

আওয়ামী লীগের ২০তম সম্মেলন সামনে রেখে বাংলাদেশ প্রতিদিনের কাছে নিজের এ প্রত্যাশা ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক এই চেয়ারম্যান। আজাদ চৌধুরী বলেন, ‘ঐতিহ্যবাহী আওয়ামী লীগের এটা ২০তম সম্মেলন। আমি মনে করি, আওয়ামী লীগের নতুন নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিও থাকবেন। বিশেষ করে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী নেতাদের অংশগ্রহণও থাকবে।’

দেশ পরিচালনার পাশাপাশি দলে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। আজাদ চৌধুরী বলেন, ‘বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ আজ রোল মডেল। ভারত, চীন, জাপান আজ বাংলাদেশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিমসটেকেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমনকি বিশ্বব্যাংক আজ ২ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে; যে বিশ্বব্যাংক কিছুদিন আগেও দুর্নীতির ধুয়া তুলে পদ্মা সেতু থেকে নিজেদের অর্থায়ন ফিরিয়ে নিয়েছিল। এটা সম্ভব হয়েছে আজকের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে।’

 

সর্বশেষ খবর