শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গি নির্মূল আগামী নেতৃত্বের চ্যালেঞ্জ

— নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু

জঙ্গি নির্মূল আগামী নেতৃত্বের চ্যালেঞ্জ

জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলই আওয়ামী লীগের নতুন নেতৃত্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট—আইটিআই সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তিনি বলেন, ‘দেশের ঐতিহ্যবাহী    দল আওয়ামী লীগের সম্মেলন আসন্ন। আমরা আশা করি, এতে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ নির্মূল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার পরিকল্পনাও থাকতে হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়তেও চেষ্টা অব্যাহত রাখতে হবে।’ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। বাচ্চু বলেন, ‘আমরা চাই আগামীতে গণতান্ত্রিক সহযোগিতা আরও প্রসারিত হোক। জনগণের নিরাপত্তা বৃদ্ধি পাক। কাউন্সিলে নিজেদের মধ্যে ভুলত্রুটিগুলো নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ থাকাও জরুরি। এগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হোক— সেই প্রত্যাশা করছি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। তাদের কমিটিও সেই চেতনার ভিত্তিতেই হওয়া উচিত। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও স্বপ্ন ছিল। গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগের সম্মেলন হবে। একই পদ্ধতিতে সর্বস্তরের কমিটি নির্বাচিত হবে— এটাই সবার প্রত্যাশা। তবে আমার ব্যক্তিগত অভিমত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে আওয়ামী লীগ দেশ গঠনে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।’ বিশিষ্ট এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলেন, ‘আওয়ামী লীগের কাছে আমার প্রত্যাশা থাকবে, কোনোভাবেই দুর্নীতিবাজরা যেন নেতৃত্বে না আসতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণদের নেতৃত্ব দিতে হবে। সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদীরা যেন কমিটিতে অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বকে সজাগ থাকতে হবে। কমিটিতে নারীদের প্রাধান্য থাকতে হবে। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। এ কারণেই আমাদের প্রত্যাশাও একটু বেশি।’

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘উন্নয়নে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়েছে। দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বহির্বিশ্বে বাংলাদেশ আজ একটি মর্যাদাপূর্ণ অবস্থানে আছে। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। গণতন্ত্র আরও সুসংহত করতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আওয়ামী লীগের সম্মেলনে এ অঙ্গীকার আমরা চাই। একই সঙ্গে সম্মেলনের সফলতা কামনা করছি।’

সর্বশেষ খবর