শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
ডিজিটাল ওয়ার্ল্ড-১৬

দ্বিতীয় দিনেও বিপুল দর্শক সমাগম

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দিনেও বিপুল দর্শক সমাগম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক দেশের সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড-১৬ এর দ্বিতীয় দিনেও বিপুল দর্শক সমাগম হয়েছে। এ দিন শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী মানুষ ও আগ্রহীরা বেলা ১১টায় এই ব্যতিক্রমী মেলার আয়োজনস্থলে আসতে শুরু করেন। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত তথ্য ও প্রযুক্তি-বিষয়ক বেশ কয়েকটি সেমিনারও অনুষ্ঠিত হয়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আজ শেষ হচ্ছে এই আয়োজন। এবারের ডিজিটাল মেলায় আলাদা করে দৃষ্টি কাড়ে গুগলের স্টল। মেলার মূল স্টলে নয় বরং গুগলের জন্য আলাদা করেই বিশাল এক স্টল গড়ে তোলা হয়েছে। এতে দেশের পেশাদার, দক্ষ ও খুদে প্রোগ্রামাররা প্রোগ্রামিং নিয়ে জ্ঞানের আদান-প্রদানের পাশাপাশি নিজেদের তৈরি করা বিভিন্ন প্রজেক্টের প্রদর্শন করছেন। নতুন নতুন প্রোগ্রামিং সম্পর্কে জানতে আগ্রহী সব বয়সী দর্শকেরই স্টলটি নিয়ে আগ্রহ। তবে মেলায় আসা দর্শকদের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানানোর পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষ বিনোদনেরও ব্যবস্থা করেছেন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার একপাশে গড়ে তোলা হয়েছে বিশাল মঞ্চ। এতে প্রতিদিন বিকালে সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন। মেলায় আগত উল্লেখসংখ্যক দর্শকই কিশোর ও তরুণ। এদের মধ্যে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যাই বেশি। তারা বিভিন্ন গেম, অ্যাপ ও আইটি বিষয়ে জানতে আগ্রহী। এরই মধ্যে মেলায় ‘দূরবীন অ্যাপ’ নিয়ে এসেছে বিশেষ ধরনের একটি অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারী নিজেদের ক্যারিয়ার সম্পর্কিত তথ্য জানতে পারবেন। এ ছাড়া যে কোনো শ্রেণির পাঠ্যবইয়ের অধ্যায়গুলো একজন শিক্ষার্থী কতটা ভালো করে পড়েছেন তার তথ্যও জানতে পারবে। মেলায় বিভিন্ন সেবা সংস্থার মধ্যে আছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের স্টল। এখানে একজন কীভাবে অনলাইনে পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাবেন। বিশেষ করে মেশিন রিডেবল পাসপোর্ট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। এ ছাড়া বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান নিয়েও ব্যবহারকারীদের আগ্রহ লক্ষ্য করা যায়। এর মধ্যে আছে সাদমার্ট বাংলাদেশ, উই ইত্যাদি। তারা নিজেদের পণ্যের পরিচিতির পাশাপাশি মেলায় আগতদের বিভিন্ন অফার দিচ্ছেন। আর মেলায় অংশ নেওয়া বিভিন্ন বেসরকারি ব্যাংকগুলো ডিজিটাল ব্যাংকিং নিয়ে দর্শকদের তথ্য জানাচ্ছে। নারীদের বিভিন্ন আইনি সহায়তাসহ অন্যান্যভাবে সহায়তার জন্য ‘মায়া আপা’ নামক স্টলে কাউন্সিলিং করানো হচ্ছে। আর মহিলা ও শিশু মন্ত্রণালয়ের স্টলে নারী নির্যাতন রোধে দেওয়া অনলাইন সার্ভিস সম্পর্কেও তথ্য জানানো হচ্ছে।

সর্বশেষ খবর