শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
যৌথ বিবৃতি

মান্নার নিঃশর্ত মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তি দাবি করে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও নাগরিকরা আবারও যৌথ বিবৃতি দিয়েছেন। গতকালের এ বিবৃতিতে তারা বলেন, মান্নার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর সর্বোচ্চ আদালতের নির্দেশ থাকার পরও তাকে কারাগারে আটক রাখা হয়েছে। বিবৃতিতে তারা আরও বলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব,  সফল ছাত্রনেতা, কলাম লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে দেশবাসীর কাছে পরিচিত। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মান্না গণতন্ত্র, সুস্থধারার রাজনীতি ও বিকল্প গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে তোলার ক্ষেত্রে নিবেদিত ছিলেন। বিবৃতিদানকারীরা তাকে বিনা বিচারে আটক রাখার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এক বছর আট মাস ধরে তাকে বিনা বিচারে, বিনা চিকিৎসায় অমানবিকভাবে কারাগারে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের মধ্যে ফেলে রাখা হয়েছে। তাকে ডিভিশন ও জামিন দেওয়া হয়নি। তারা অবিলম্বে মান্নার নিঃশর্ত মুক্তির দাবি করেন।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, সাবেক সংসদ সদস্য ও ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, সাবেক সংসদ সদস্য লেখক-কলামিস্ট গোলাম মাওলা রনি, সাংবাদিক কাজী সিরাজ, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, প্রতিদিনের সংবাদের সম্পাদক আবু সাঈদ খান, সাংবাদিক গোলাম মোর্তোজা, আশরাফ কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাঈফুল হক, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মফিজুল ইসলাম কামাল ও মানবাধিকার সংগঠক নূর খান লিটন।

সর্বশেষ খবর