শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিন-এ সংবাদ

ফিরলেন সেই অপহূত ডাক্তার রিয়াদ

নিজস্ব প্রতিবেদক

অপহরণের ২১ দিন পর বাসায় ফিরেছেন পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসক ডা. রিয়াদ নাসের চৌধুরী। বুধবার রাতে আরিচা মহাসড়কে চোখ বাঁধা অবস্থায় তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফেরেন। তিনি অসুস্থ অবস্থায় বাসায় ফিরেছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই মেধাদ নাসের চৌধুরী ও পল্লবী থানা পুলিশ।

‘পুলিশ পরিচয়ে অপহরণ বাড়ছে’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশিত হয় ১১ অক্টোবর। ওই সংবাদে ডা. রিয়াদকে যেভাবে অপহরণ করা হয়েছিল তার ভিডিও ফুটেজের ছবিও ছাপা হয়েছিল। এ ছাড়া নিউজ২৪ চ্যানেলেও ভিডিও ফুটেজসহ সংবাদ প্রকাশ হয়। জানা গেছে, ২৯ সেপ্টেম্বর বিকালে পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ নাসের চৌধুরী তার সহকর্মী ডা. মো. সালেককে নিয়ে পূরবী সিনেমা হলের পাশে চা খেতে যান। এ সময় চায়ের দোকানের পাশে একটি গাড়িতে থাকা তিন ব্যক্তি রিয়াদ নাসের চৌধুরীর নাম জিজ্ঞেস করে তাদের সঙ্গে যেতে বলে। যেতে না চাইলে প্রশাসনের লোক পরিচয় দিয়ে রিয়াদ নাসেরকে জোর করে গাড়িতে তুলে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডের দিকে চলে যায়। মাইক্রোবাসটির নাম্বার ঢাকা মেট্রো চ-৫৩-১৩৮২। এ ঘটনায় অপহূতের ভাই মেধাদ নাসের চৌধুরী পল্লবী থানায় একটি মামলা করেন। মেধাদ নাসের চৌধুরী জানান, বুধবার রাত পৌনে ১১টায় রিয়াদ পল্লবীর বাসায় ফেরেন। পরিবারের সদস্যদের রিয়াদ জানিয়েছেন, অপহরণের পর থেকেই তাকে ঘরে আবদ্ধ করে রাখা হয়েছিল। প্রতিদিন তাকে এক ধরনের ওষুধ খাওয়ানো হতো। তবে অপহরণকারীরা তাকে কোনো ধরনের শারীরিক নির্যাতন করেনি। এমনকি নিয়মিত খাবার দিতো বলেও জানান রিয়াদ। বুধবার রাতে চোখ বাঁধা অবস্থায় তাকে আরিচার দিকে ফেলে যায় অপহরণকারীরা। এরপর একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তিনি বাসায় ফেরেন। গতকাল সকালে পল্লবী থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। রাত ৮টায় তারা ডিবি কার্যালয় থেকে বের হন।

সর্বশেষ খবর