শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মানবতার দুর্দিন চলছে

——— পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

মানবতান চরম দুর্দিন চলছে। দুর্দশাগ্রস্ত জাতিকে ইসলামের মৌলিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। জাতিকে নৈতিকতাহীন করার পেছনে ইমান, ইসলাম বিধ্বংসী শিক্ষা ও সিলেবাসই বেশি দায়ী। তাই জাতিকে চরম ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে বাঁচাতে ইমান ও ইসলাম বিধ্বংসী সিলেবাস সংশোধন করতে হবে। দাওয়াতুন্নবী (সা.) উপলক্ষে গতকাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জুরাইন ইসলামী মহাসম্মেলন ও হালকায়ে জিকির কমিটি আয়োজিত রাজধানীর বুড়িগঙ্গা সেতুসংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ সুলতান আহমদ খান ও পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবদুর রাজ্জাক। এতে বয়ান পেশ করেন চরমোনাই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আল্লামা নূরুল হুদা ফয়েজী, মসজিদে আকবর কমপ্লেক্সের মহাপরিচালক মুফতি দেলাওয়ার হোসাইন, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, ড. মাওলানা আ ফ ম খালিদ হোসাইন, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, মুফতি মাহমুদুল হাসান ওয়ালীউল্লাহ, মুফতি ইমাদুদ্দিন, মাওলানা মাসউদুর রহমান চাঁদপুরী প্রমুখ।

সর্বশেষ খবর