শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

ইন্টারনেট বিঘ্নিত হবে আগামী পাঁচ দিন

প্রতিদিন ডেস্ক

সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজের জন্য পাঁচ দিন বাংলাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান বিটিসিএল। গতকাল বিটিসিএলরে পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বার্তা সংস্থা বিডিনিউজকে জানান, ২৩ অক্টোবর প্রথম প্রহর থেকে ২৭ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। তবে এই সময়ে বিকল্প ব্যবস্থায় বিটিসিএলের গ্রাহকদের ইন্টারনেট সেবা চালু রাখার ব্যবস্থা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আশা করছি গ্রাহকরা তেমন অসুবিধায় পড়বেন না, তবে গতি সামান্য ধীর হতে পারে।’ বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সিঙ্গাপুর অংশে রিপিটার পরিবর্তনের কাজ শুরু হবে শুক্রবার প্রথম প্রহরে। এজন্য প্রথম দিন রাত ১২টার পর তিন ঘণ্টার মতো ইন্টারনেট ট্রাফিক আউটেজ হতে পারে। রক্ষণাবেক্ষণের শেষ দিনও তিন ঘণ্টা ইন্টারনেট ট্রাফিক আউটেজ হতে পারে। তবে বিকল্প ব্যবস্থা থাকায় বাংলাদেশ ইন্টারনেটে পুরোপুরি বিচ্ছিন্ন হবে না জানিয়ে তিনি বলেন, গ্রাহকরা হয়তো ধীরগতির সমস্যায় পড়তে পারেন।

সর্বশেষ খবর