শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জনগণ যেন রাজনৈতিক অধিকার ফিরে পায়

কর্নেল (অব.) অলি আহমদ

জনগণ যেন রাজনৈতিক অধিকার ফিরে পায়

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘আমার ও দলের পক্ষ থেকে আওয়ামী লীগের কাউন্সিলের সাফল্য কামনা করছি। বর্তমানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে পুরাতন একটি রাজনৈতিক দল। কিন্তু দলটির সব নেতা-কর্মীই জানেন, বর্তমানে দেশে গণতন্ত্র নেই। বিগত জাতীয় সংসদ নির্বাচনেও জনগণের অংশগ্রহণ ছিল না। সুতরাং সরকার পরিচালনায় জনগণের অংশগ্রহণ নেই। কাউন্সিলে আমাদের প্রত্যাশা থাকবে, জনগণ যেন তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়। সাংবিধান, সামাজিক ও গণতান্ত্রিক অধিকার ফেরত চায়। সর্বোপরি মানুষের হারানো মৌলিক মানবাধিকার ফিরে আসুক—এটাই প্রত্যাশা করি।’ আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। ২০-দলীয় জোটের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, ‘দেশে আজ সুশাসন ফেরানো জরুরি। বর্তমান পরিস্থিতি কারও জন্যই কাম্য নয়। জোর করে ক্ষমতায় থাকা যায়, মানুষের ভালোবাসা ও সমর্থন পাওয়া যায় না। এ বিষয়ে কাউন্সিলে জোর আলোচনা হওয়া উচিত।’তিনি বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব ধ্যান-ধারণা ও চিন্তা-চেতনা রয়েছে। সুতরাং নিজের দলকে কীভাবে গোছাবে—এটা সম্পূর্ণ ওই দলের ব্যাপার। তবে আমরা সব সময় ইতিবাচক রাজনৈতিক নেতৃত্বই আশা করব। দেশে গণতন্ত্র ফিরে আসুক। সন্ত্রাসবাদ-উগ্রবাদ মুক্ত হোক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক। উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকুক। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া হোক। আওয়ামী লীগের আগামী দিনের নেতৃত্বের কাছে জনগণের এই প্রত্যাশা। মনে রাখতে হবে, মিথ্যা কখনো আড়াল করে রাখা যায় না।’

 

সর্বশেষ খবর