শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দলে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি

খালেকুজ্জামান

দলে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, ‘আওয়ামী লীগের সম্মেলনে তাদের নেতা-কর্মীদের প্রত্যাশা হওয়া উচিত—দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা হতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সর্বক্ষেত্রে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বাসদ সম্পাদক   এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘৬৭ বছরের ঐতিহ্যবাহী বুর্জোয়া দল হলো আওয়ামী লীগ। তারা এখন ক্ষমতাসীন। দল পরিচালনায় তাদের যে ঘাটতি-দুর্বলতা বা সেখানে নানা ধরনের সাংগঠনিক বিষয়গুলো আত্মপোলবদ্ধি বা আত্মজিজ্ঞাসা হওয়া উচিত। তারা এ নিয়ে মূল্যায়ন করতে পারেনি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় তাদের দেশ পরিচালনায় কি কি দুর্বলতা-ঘাটতি আছে, জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারা কতটুকু ভূমিকা পালন করতে পেরেছে তা নিয়েও কোনো আলোচনা-পর্যালোচনা তেমন নেই। যতটা না এখন উন্মাদনায় ভাসছে তারা এগুলো নিয়েও আত্মজিজ্ঞাসা হওয়া উচিত, তা হয়নি। এগুলো নিয়ে জেলা সম্মেলনেই আলোচনা হওয়া উচিত। কিন্তু তারা তা করেনি।’ খালেকুজ্জামান বলেন, ‘বিপদ হলো বড় বুর্জোয়া দল হিসেবে আওয়ামী লীগের অভ্যন্তরে যে দুর্বলতা বা ঘাটতি রয়েছে তা নিয়ে কোনো কথা নেই। ইউপি নির্বাচনে যে সহিংসতা হলো, এতগুলো লোক মারা গেল তার জবাবদিহিতাও নেই। যুবলীগ-ছাত্রলীগের খুন-খারাপি, দখল-টেন্ডার—এসব নিয়ে কোনো বক্তব্য নেই। সর্বশেষ ১০ টাকা কেজি চাল নিয়ে যে কেলেঙ্কারি তা নিয়েও পর্যালোচনা হওয়া উচিত বলে আমি মনে করি।’

প্রবীণ এই বাম নেতা বলেন, ‘আওয়ামী লীগের উচিত জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো। নিজেদেরকে জবাবদিহিতায় আনা। কিন্তু এসব বিষয়ে তাদের আগ্রহ কম। তারা সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেনি। তারা দুর্নীতি বন্ধ করতে পারেনি। দলের অভ্যন্তরে বিশৃঙ্খলাও দূর করতে পারেনি। জনগণের কাছে যতই উন্নয়নের কথা বলুক মানুষ বিশ্বাস করতে চায় না।’

সর্বশেষ খবর