শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নেতার সঙ্গে কর্মীর প্রশ্নোত্তরের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলটির গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)—এর উদ্যোগে তরুণদের নিয়ে থাকছে বিশেষ আয়োজন ‘লেটস টক উইথ বাংলাদেশ আওয়ামী লীগ’। সম্মেলনে আগত তরুণ রাজনীতিবিদ, কর্মী, ডেলিগেট ও অতিথিবৃন্দ এ প্লাটফরমে সুযোগ পাবেন জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও নীতিনির্ধারকদের সঙ্গে উন্মুক্ত আলোচনার। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায়, মূল মঞ্চ থেকে কিছুটা দূরে এই আয়োজনের জন্য আলাদা প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে। সুদৃশ্য সেই প্যাভিলয়নকে কয়েকটি অংশে ভাগ করা হয়েছে; যার একটি অংশে অনুষ্ঠিত হবে ‘লেটস টক উইথ বাংলাদেশ আওয়ামী লীগ’। সেখানে নেতার কাছে প্রশ্ন করার জন্য কর্মীদের সুযোগ দেওয়া হবে। এজন্য আয়োজনস্থলে মঞ্চের ওপর সাদা রঙের ডায়াস বসানো হয়েছে। সামনে নেতা-কর্মীদের বসার জন্য চেয়ার রাখা হয়েছে। জানা যায়, আজ ও আগামীকাল বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আলোচনা চলবে। এ ছাড়া এই প্যাভিলিয়নে থাকবে বিভিন্ন প্রকাশনা, অডিও-ভিজুয়াল তথ্য পরিবেশনা। সিআরআইর নির্বাহী পরিচালক সাব্বির বিন সামস জানান, ‘সম্মেলনে আমাদের দুটি স্টল থাকবে। তার একটিতে পাওয়া যাবে আওয়ামী লীগ সরকারের গত প্রায় আট বছরের উন্নয়ন ও সফলতার ওপর গবেষণালব্ধ সব প্রকাশনা। এসব প্রকাশনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বেশকিছু প্রকাশনা থাকবে। জাতীয় গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক প্রকাশনাও থাকবে। অন্য আরেকটি স্টলে থাকবে বেশকিছু ইনস্টলেশন। সেখানে তথ্যচিত্র উপস্থাপন করা হবে। যার মধ্যে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম (১৯৮১-১৯৯৬), ছবিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও আওয়ামী লীগের পথচলা (১৯৪৯-২০০৮)।’

সর্বশেষ খবর