শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

খাবারের মহাযজ্ঞ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের দুই দিনের জাতীয় সম্মেলনে যোগ দিতে আসা ডেলিগেট, কাউন্সিলর, অতিথি মিলিয়ে প্রায় ৫০ হাজার লোকের খাবার পরিবেশন করা হবে। খাবারের মেন্যু হিসেবে রাখা হয়েছে কাচ্চি বিরিয়ানি ও মোরগ পোলাও।

খাদ্য উপ-কমিটির আহ্বায়ক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, প্রথম দিন দুপুরে ৩৫ হাজার লোকের খাদ্য বিতরণ করা হবে। রাতে আয়োজন থাকবে সাড়ে সাত হাজার লোকের, যাদের মধ্যে থাকবেন কাউন্সিলর ও ভলান্টিয়াররা। সম্মেলনের দ্বিতীয় দিন খাবার পরিবেশন করা হবে আট হাজার লোকের। আজ বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত ১০টি বুথের মাধ্যমে খাবার বিতরণ করা হবে। খাবার বিতরণে ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করবেন। প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রতিনিধিদের মাধ্যমে তাদের এলাকার সব কাউন্সিলরের খাবার বিতরণ করা হবে। ছাত্রলীগের জন্য তিন হাজার খাবার বরাদ্দ করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের জন্য দুই হাজার, যুবলীগের জন্য তিন হাজার, যুব মহিলা লীগ ও মহিলা লীগের জন্য এক হাজার, শ্রমিক লীগের জন্য ৫০০ ও কৃষক লীগের জন্য ৩০০ জনের খাবার বরাদ্দ করা হয়েছে। খাদ্য উপ-কমিটির সদস্য সচিব খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আজ দুপুরে মোরগ পোলাও দিয়ে অতিথিদের আপ্যায়ন করানো হবে। রাতে থাকবে কাচ্চি বিরিয়ানি। আগামীকাল দুপুরের খাবারের তালিকাতেও থাকবে মোরগ পোলাও। আর প্রতি বেলা খাবারের সঙ্গে পরিবেশন করা হবে বোতলজাত পানি, কোমল পানীয়, ফিরনি, পান এবং টিস্যু পেপার। এর বাইরে দুটি চা ও কফি কর্নার থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর